WhatsApp-এ পুরনো মেসেজ খুঁজতে আর ঝঞ্ঝাট নয়, সহজেই খুঁজে দেবে এই নয়া ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 12, 2023 | 11:30 AM

Message By Date Feature: এবার হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ ফিচার আনতে চলেছে। এই ফিচারের সাহায্যে পুরনো মেসেজ খুঁজে পাওয়া খুব সহজ হয়ে যাবে। রিপোর্ট অনুসারে, নতুন ফিচারটিতে তারিখ অনুসারে পুরনো মেসেজ চট করে খুঁজে ফেলা যাবে।

WhatsApp-এ পুরনো মেসেজ খুঁজতে আর ঝঞ্ঝাট নয়, সহজেই খুঁজে দেবে এই নয়া ফিচার

Follow Us

হোয়াটসঅ্যাপে পুরনো মেসেজ খুঁজতে হলে বেশি কিছুটা সময় ব্যয় হয় বটে। প্রথমে যা খুঁজে বের করতে চাইছেন, তা লিখতে হয় চ্যাটের সার্চবারে গিয়ে। তার উপরে যদি সেই বিষয় নিয়ে অনেক কথা হয়, তাহলে তো আরও কিছুক্ষণ সময় চলে যায় নির্দিষ্ট মেসেজটি খুঁজে বের করতে। অনেক সময় খুঁজেই পাওয়া যায় না শেষমেষ। তবে এবার হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ ফিচার আনতে চলেছে। এই ফিচারের সাহায্যে পুরনো মেসেজ খুঁজে পাওয়া খুব সহজ হয়ে যাবে। রিপোর্ট অনুসারে, নতুন ফিচারটিতে তারিখ অনুসারে পুরনো মেসেজ চট করে খুঁজে ফেলা যাবে।

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?

আপনার যদি মনে থাকে কখন মেসেজ পাঠানো হয়েছিল, তাহলে নতুন ফিচারটি সেই মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে। ভিডিয়ো এবং ভয়েস নোটের মতো মেসেজও খুঁজে পাবেন। তবে এই সব কিছুর জন্য সবচেয়ে প্রয়োজন হল, মনে রাখা কবে আপনি সেই নির্দিষ্ট মেসেজটি পাঠিয়েছিলেন। যদি সঠিক তারিখ মনে রাখতে না পারেন, তাহলে এই ফিচারের সাহায্যে খুঁজে পাওয়া আপনার কাছে কঠিন মনে হতে পারে।

কবে আসবে?

WABetaInfo, একটি পোর্টাল যা হোয়াটসঅ্যাপের নতুন আপডেট এবং ফিচারগুলি পর্যবেক্ষণ করে। আর সেই ওয়েবসাইট অনুসারে, হোয়াটসঅ্যাপ ওয়েবের 2.2348.50 বিটা সংস্করণে একটি ক্যালেন্ডার আইকন যুক্ত করা হয়েছে। এতে মেসেজ সার্চ করা যাবে। বর্তমানে, শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারেন। বাকি ব্যবহারকারীদের জন্য এই ফিচার কবে আসবে, তা এখনও জানা যায়নি।

এছাড়াও হোয়াটসঅ্যাপ আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরেকটি নতুন ফিচার বিটা পরীক্ষা করছে। এর নাম ইমেইল ভেরিফিকেশন। এর মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাপটিকে ভেরিফাই করতে পারবেন। ফোন নম্বর ছাড়াও, কোম্পানি ইমেলের একটি অপশন রাখতে চলেছে।

Next Article