Smartphone Tips: দ্রুত শেষ হয়ে যায় চার্জ, ফেটে যায় ব্যাটারিও; ফোন চার্জিংয়ের এই পদ্ধতি না জানলেই বিপদ

Slow Charging Tips: খেয়াল করে দেখবেন, স্মার্টফোনের ব্যাটারিটি 80 শতাংশে চার্জ হয়ে যাওয়ার পরে আর দ্রুত চার্জ হতে চায় না। এবার আপনি সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন।

Smartphone Tips: দ্রুত শেষ হয়ে যায় চার্জ, ফেটে যায় ব্যাটারিও; ফোন চার্জিংয়ের এই পদ্ধতি না জানলেই বিপদ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 6:20 PM

Mobile Charging Tips: স্মার্টফোন ব্যবহার করেন, অথচ তা চার্জ করার সঠিক উপায় জানেন না? তাই যখনই ফোন চার্জে বসান, অনেক দেরি করে চার্জ হয়। এই সমস্যা অনেকেরই হয়। এর একমাত্র কারণ হল, আপনি ফোনটি চার্জ করার সময় এমন কিছু ভুল করে বসেন, যার জন্য স্লো চার্জ হয়। আপনি স্মার্টফোনটি নতুন অবস্থায় যতটা ভাল চার্জ হয়, তেমন পুরনো হয়ে গেলে আর হয় না। কিন্তু অনেকেরই নতুন অবস্থাতেই এমন সমস্যা দেখা দেয়। খেয়াল করে দেখবেন, স্মার্টফোনের ব্যাটারিটি 80 শতাংশে চার্জ হয়ে যাওয়ার পরে আর দ্রুত চার্জ হতে চায় না। এবার আপনি সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যার ফলে আপনার ফোনে সঠিকভাবে চার্জ হবে। এমনকী ফোনের ব্যাটারি অনেকদিন পর্যন্ত ভাল থাকবে।

চার্জ করার সঠিক উপায় কী?

  1. আপনি যদি সারা রাত আপনার স্মার্টফোনটি চার্জে দিয়েই ঘুমান, তাহলে সেই অভ্যাস ছাড়তে হবে। ঘুমনোর আগে সবসময় মনে করে চার্জ বন্ধ করতে হবে। স্মার্টফোনের ব্যাটারি 100 শতাংশ হওয়ার সঙ্গে সঙ্গেই স্মার্টফোনটিকে চার্জার থেকে খুলে নিন। আজকালকার স্মার্টফোনগুলি প্রায় 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়, তাই সেই দিকে নজর দিন।
  2. আপনি যদি স্মার্টফোনটি বারবার চার্জ করেন, তাহলে তা আজই বন্ধ করতে হবে। অনেকেই এমন আছেন, ফোনে একটু চার্জ শেষ হলেই সঙ্গে সঙ্গে আবার চার্জে বসিয়ে দেন। বারবার স্মার্টফোন চার্জ করার ফলে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় এবং তারপর স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হতে থাকে।
  3. স্মার্টফোন চার্জ করার জন্য সব সময় আসল চার্জার ব্যবহার করুন। আপনি যদি আপনার স্মার্টফোনটি কারও চার্জার বা লোকাল চার্জার দিয়ে চার্জ করেন, তাহলে ধরে নিন আপনার স্মার্টফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।
  4. স্মার্টফোন চার্জ করার সময় কখনোই গেম খেলা উচিত নয়। এছাড়াও, আপনি যদি চার্জ করার সময় ফটোগ্রাফি করেন, তবে এটি আপনার ব্যাটারির জন্যও ক্ষতিকারক হতে পারে। শুধু তাই নয়, অনেকেই ফোনটি চার্জে বসিয়ে তা ব্যবহার করেন, এতে চার্জ যেমন ধীরে হয়, তেমন ব্যাটারির উপরেও চাপ পরে।
  5. স্মার্টফোন চার্জ করার সময় তোষক, বালিশে উপরে রাখা উচিত নয়। এর ফলে, আপনার স্মার্টফোন অতিরিক্ত গরম হতে পারে এবং এর ব্যাটারিও বিস্ফোরিত হতে পারে।