Google সরিয়ে দিল 43 অ্যান্ড্রয়েড অ্যাপ, ফোন বন্ধ থাকলেও শেষ করে দিচ্ছে ব্যাটারির চার্জ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 10, 2023 | 3:46 PM

Google Removes 43 Apps: গুগল তার প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো সরিয়ে দিয়েছে, সেগুলো গুগলের নীতি লঙ্ঘন করেছে। রিপোর্ট অনুযায়ী, এই ধরনের বেশ কয়েকটি অ্যাপকে সরিয়ে ফেলা হয়েছে, যেগুলি ডিভাইসের স্ক্রিন বন্ধ থাকলে বিজ্ঞাপন লোড করত, যার ফলে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেত।

Google সরিয়ে দিল 43 অ্যান্ড্রয়েড অ্যাপ, ফোন বন্ধ থাকলেও শেষ করে দিচ্ছে ব্যাটারির চার্জ

Follow Us

অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ ডাউনলোড করার জন্য Google Play Store থাকে। এবার সেই Play Store থেকে 43টি অ্যান্ড্রয়েড অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল। অ্যাপগুলি Google Play ডেভেলপার নীতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকাকালীনও অ্যাপগুলি ফোনে কাজ করছিল। বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ফোনে লোড করছিল বলে জানা গিয়েছে। গুগল এই অ্যাপগুলি সরিয়ে দেওয়ার আগে, সেগুলি গুগল অ্যাপ স্টোর থেকে প্রায় 2.5 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছিল। সরিয়ে ফেলার আরও অনেক কারণ আছে। চলুন তা জেনে নেওয়া যাক।

সরিয়ে ফেলার কারণ কী?

গুগল তার প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো সরিয়ে দিয়েছে, সেগুলো গুগলের নীতি লঙ্ঘন করেছে। রিপোর্ট অনুযায়ী, এই ধরনের বেশ কয়েকটি অ্যাপকে সরিয়ে ফেলা হয়েছে, যেগুলি ডিভাইসের স্ক্রিন বন্ধ থাকলে বিজ্ঞাপন লোড করত, যার ফলে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেত। এছাড়াও, এই অ্যাপ্লিকেশনগুলি অত্যধিক ডেটা ব্যবহার করে। এমনও কিছু অ্যাপ তালিকায় ছিল, যা ফোনের ব্যক্তিগত তথ্য চুরি করছিল। ফলে সেই সব অ্যাপ দিয়ে ব্যাঙ্কিং জালিয়াতির সম্ভাবনাও ছিল। তাই গুগল তার প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে দিয়েছে।

এই অ্যাপগুলি কী কী?

গুগল কিছু অ্যাপ্লিকেশন সরিয়ে দিয়েছে। যার মধ্যে টিভি/ডিএমবি প্লেয়ার, মিউজিক ডাউনলোডার এবং নিউজ এবং ক্যালেন্ডারের মতো অ্যাপ রয়েছে। এগুলি সমস্ত মিডিয়া স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। আপনার ফোনে এই সব অ্যাপ থাকলে, এখনই তা মুছে ফেলুন।

কীভাবে বুঝবেন ফোনে এই ধরনের অ্যাপ রয়েছে?

এইভাবে ব্যাটারি চেক করুন: ডিভাইসের সেটিংসে গিয়ে ব্যাটারি ব্যবহার দেখুন। কোন অ্যাপ আপনার ব্যাটারি সবচেয়ে বেশি ব্যবহার করছে, তা দেখতে পাবেন। যদি মনে হয় এমন কোনও অ্যাপ রয়েছে, যা আপনি বিশেষভাবে ব্যবহার করেন না। সেক্ষেত্রে তা আনইনস্টল করে দিন।

রিভিউ দেখুন: অ্যাপগুলি ডাউনলোড এবং ইনস্টল করার আগে তাদের রিভিউগুলি পড়ুন। এতে আপনি বুঝতে পারবেন, অ্যাপটি ডাউনলোড করার পরে কারও কোনও সমস্যা দেখা দিচ্ছে কি না। যদি তেমন কোনও রিভিউ দেখেন, যাতে আপনার সমস্যা বলে মনে হয়। সেক্ষেত্রে অ্যাপটি ডাউনলোড না করাই ভাল।

Next Article