Smartphone Tips: আপনার ফোনে কয়েক মিনিটে শেষ হয়ে যাচ্ছে ডেটা? এখনই বদলান এই সেটিং

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 10, 2023 | 7:21 PM

App Auto Update: অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে, অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোর ব্যবহার করতে হয়। কিন্তু খুব কম মানুষই জানেন যে, তাদের ফোনে ইনস্টল করা অ্যাপগুলি সময়ে সময়ে আপডেট হয়। একটি অ্যাপ্লিকেশন আপডেট করতে, ডেটা প্রয়োজন।

Smartphone Tips: আপনার ফোনে কয়েক মিনিটে শেষ হয়ে যাচ্ছে ডেটা? এখনই বদলান এই সেটিং

Follow Us

অনেক সময় স্মার্টফোনে এমন কিছু সমস্যা দেখা দেয়, যা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। দরকারে অনেক তথ্যই হঠাৎ ফোনে খুঁজে পাওয়া যায় না। এর কারণ অনেকেই জানেন না। ভাবেন ফোনে কোনও সমস্যা দেখা দিয়েছে। আদতে তেমনটা নয়। ফোনের সেটিংস-এ এর সমাধান লুকিয়ে আছে। আবার এমনও হয়, আপনি সারাদিন তেমনভাবে ডেটা ব্যবহার করেননি। কিন্তু তারপরেই ফোনে ডেটা লিমিট নোটিফিকেশন চলে আসে। তাতে দেখা যায় আপনার অনেক নেট শেষ হয়ে গিয়েছে। তখন ব্যবহারকারী বুঝতে পারে না কীভাবে ডেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অতিরিক্ত ডেটা ব্যবহার না করেই যদি আপনার মোবাইল ফোনের ডেটা শেষ হয়ে যায়, তাহলে আপনাকে এই বিশেষ দিকে নজর রাখতে হবে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে, অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোর ব্যবহার করতে হয়। কিন্তু খুব কম মানুষই জানেন যে, তাদের ফোনে ইনস্টল করা অ্যাপগুলি সময়ে সময়ে আপডেট হয়। একটি অ্যাপ্লিকেশন আপডেট করতে, ডেটা প্রয়োজন। যদি সমস্ত অ্যাপ্লিকেশন নিজে থেকেই আপডেট হতে শুরু করে, তাহলে তো ফোনের ডেটা শেষ হবেই। আপনার মনে হতে পারে, আপনি তো কিছুই করলেন না। তাহলে শেষ হল কীভাবে? আসলে ফোনের ডেটা অন করার সঙ্গে সঙ্গে অ্যাপগুলি নিজে থেকেই আপডেট হয়ে গিয়েছে।

নিজে থেকে আপডেট হওয়া আটকাবেন কীভাবে?

  1. প্রথমেই আপনাকে প্লে স্টোর অ্যাপ্লিকেশন খুলতে হবে।
  2. তারপরে আপনাকে উপরের ডানদিকের কোণায় প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
  3. এবার সেটিংস অপশনে ক্লিক করতে হবে।
  4. Network Preferences অপশনে ক্লিক করতে হবে।
  5. তারপর auto-update apps অপশন দেখতে পাবেন।
  6. এবার আপনাকে ‘Over WiFi only’ বা ‘Disable auto-update apps’- অপশনের মধ্যে যে কোনও একটি অপশন বেছে নিতে হবে।
  7. Over WiFi only অপশনটির মানে হল, যখন আপনি কোনও Wifi নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করবেন, শুধু তখনই অ্যাপগুলি নিজে থেকে আপডেট নিয়ে নেবে। এক্ষেত্রে আপনার ফোনের ডেটা শেষ হবে না।
  8. আর Disable auto-update apps-এর মানে হল, কোনও মতেই আপনার ফোনের অ্যাপগুলি আপডেট হবে না। আপনি যখন নিজে থেকে আপডেট করতে চাইবেন, তখনই হবে।
Next Article