অনেক সময় স্মার্টফোনে এমন কিছু সমস্যা দেখা দেয়, যা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। দরকারে অনেক তথ্যই হঠাৎ ফোনে খুঁজে পাওয়া যায় না। এর কারণ অনেকেই জানেন না। ভাবেন ফোনে কোনও সমস্যা দেখা দিয়েছে। আদতে তেমনটা নয়। ফোনের সেটিংস-এ এর সমাধান লুকিয়ে আছে। আবার এমনও হয়, আপনি সারাদিন তেমনভাবে ডেটা ব্যবহার করেননি। কিন্তু তারপরেই ফোনে ডেটা লিমিট নোটিফিকেশন চলে আসে। তাতে দেখা যায় আপনার অনেক নেট শেষ হয়ে গিয়েছে। তখন ব্যবহারকারী বুঝতে পারে না কীভাবে ডেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অতিরিক্ত ডেটা ব্যবহার না করেই যদি আপনার মোবাইল ফোনের ডেটা শেষ হয়ে যায়, তাহলে আপনাকে এই বিশেষ দিকে নজর রাখতে হবে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে, অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোর ব্যবহার করতে হয়। কিন্তু খুব কম মানুষই জানেন যে, তাদের ফোনে ইনস্টল করা অ্যাপগুলি সময়ে সময়ে আপডেট হয়। একটি অ্যাপ্লিকেশন আপডেট করতে, ডেটা প্রয়োজন। যদি সমস্ত অ্যাপ্লিকেশন নিজে থেকেই আপডেট হতে শুরু করে, তাহলে তো ফোনের ডেটা শেষ হবেই। আপনার মনে হতে পারে, আপনি তো কিছুই করলেন না। তাহলে শেষ হল কীভাবে? আসলে ফোনের ডেটা অন করার সঙ্গে সঙ্গে অ্যাপগুলি নিজে থেকেই আপডেট হয়ে গিয়েছে।
নিজে থেকে আপডেট হওয়া আটকাবেন কীভাবে?