UPI পেমেন্ট করলেও জানা যাবে না আপনার নম্বর, জানুন লুকিয়ে রাখার উপায়
Paytm Tips: Google Pay, PhonePe এবং অন্যান্য UPI প্ল্যাটফর্ম থেকে আপনার নম্বর লুকিয়ে রাখতে পারবেন। এতে আপনি যদি এমন কাউকে পেমেন্ট করেন, যাকে আপনি নম্বর দিতে চান না, সে কোনওভাবেই আপনার নম্বরটি পাবে না।
আজকাল মোবাইল হ্যাক করে হোক কিংবা ফোন নম্বর থেকে, স্ক্যামাররা কোনও না কোনও উপায় খুঁজে নেয়, মানুষকে ঠকানোর। ফলে ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করা বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। আবার এদিকে যখনই আপনি UPI পেমেন্ট করেন, তখনই আপনার নম্বর সে জেনে যায়। অনেকেই জানেন না, Paytm-এ এমন একটি ফিচার আছে, যা ব্যবহার করে আপনি যে কোনও কারও কাছ থেকে আপনার নম্বরটি লুকিয়ে রাখতে পারবেন। অর্থাৎ আপনি UPI পেমেন্ট করবেন, কিন্তু সেই ব্যক্তি আপনার নম্বর দেখতে পাবেন না। অনেক সময় আপনার নম্বর এমন লোকদের কাছেও যায়, যাদেরকে আপনি আপনার নম্বর দিতে চান না। এই সমস্যা এড়াতে, জেনে নিন কীভাবে Paytm-এ আপনার UPI Address পরিবর্তন করবেন, আর নম্বরটি অচেনা লোকের থেকে লুকিয়ে রাখবেন।
যে কোনও UPI প্ল্যাটফর্মে আপনার ভার্চুয়াল প্রাইভেট অ্যাড্রেস (VPA) পরিবর্তন করা সহজ। এই অ্যাড্রেসটি Paytm-এ VPA-এর মাধ্যমে পরিবর্তন করা যেতে পারে।
Paytm-এ আপনার নম্বর লুকানোর জন্য কীভাবে VPA পরিবর্তন করবেন?
- Paytm-এ আপনার নম্বর লুকনোর জন্য, আপনাকে VPA পরিবর্তন করতে হবে। আর তা পরিবর্তন করতে, আপনাকে প্রথমে আপনার Paytm অ্যাপ খুলতে হবে।
- এর পরে, মেনুতে ক্লিক করুন। এবার আপনার নম্বরের প্রথম সংখ্যাগুলি তার বাম পাশে দেখা যাবে।
- এখন UPI এবং payment settings অপশনের জন্য নিচে স্ক্রোল করুন।
- এরপরে, প্রথম অপশনটি হবে UPI ID show, এর ডানদিকে edit আইকনে ক্লিক করুন।
- পরবর্তী উইন্ডোতে, Add new UPI ID অপশনে ক্লিক করুন।
- এখানে আপনাকে আপনার ফোন নম্বর, অ্যাকাউন্ট নম্বর এবং নাম সহ বেশ কয়েকটি অপশন দেখানো হবে। এবার most randomized অপশনটি সিলেক্ট করুন এবং Continue-এ ক্লিক করুন।
এরপর আপনার VPA পরিবর্তন হবে, আপনি একই পদ্ধতি অনুসরণ করে Google Pay, PhonePe এবং অন্যান্য UPI প্ল্যাটফর্ম থেকে আপনার নম্বর লুকিয়ে রাখতে পারবেন। এতে আপনি যদি এমন কাউকে পেমেন্ট করেন, যাকে আপনি নম্বর দিতে চান না, সে কোনওভাবেই আপনার নম্বরটি পাবে না।