iPhone ও iPad ব্যবহারকারীদের সামনে বড় ঝুঁকি, এখনই এই কাজ না করলে বাড়বে বিপদ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 16, 2023 | 8:45 AM

CERT-In তাদের রিপোর্টে উল্লেখ করেছে, Apple iOS এবং iPadOS-এ একাধিক দুর্বলতা রয়েছে, যেগুলি বাইপাস করে স্ক্যামাররা খুব সহজেই আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারবে। আর সেখান থেকেই আপনার ব্যক্তিহত এবং সংবেদনশীল তথ্যও চুরি করতে পারে তারা। তালিকায় কোন কোন আইফোন, আই্যাড রয়েছে, সেগুলি একবার দেখে নিন।

iPhone ও iPad ব্যবহারকারীদের সামনে বড় ঝুঁকি, এখনই এই কাজ না করলে বাড়বে বিপদ
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের সামনে বড় ঝুঁকি!

Follow Us

Apple iOS এই মুহূর্তে সারা বিশ্বে ব্যবহৃত অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। iPhone-এর কারণেই এই অপারেটিং সিস্টেমের রমরমা বিশ্বজুড়ে। পরিসংখ্যান বলছে, বিশ্বের প্রায় 1.46 বিলিয়ন মানুষ এবং 40 মিলিয়ন ভারতবাসী iPhone ব্যবহার করেন। আর এই ব্যাপক হারে ব্যবহারের কারণে iOS এবং iPadOS এখন সাইবার হানার শিকার হচ্ছে। ভারত সরকার এখন এই ম্যালিশিয়াস ক্রিয়াকলাপ মনিটর করা শুরু করেছে। Apple iOS এবং iPadOS ব্যবহারকারীদের এই মর্মে সতর্কীকরণ বার্তাও দেওয়া হচ্ছে সরকারের তরফে।

কেন্দ্রের ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In সম্প্রতি অ্যাপলের অপারেটিং সিস্টেমের এই সাইবার ঝুঁকি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ত্রুটিপূর্ণ অপারেটিং সিস্টেম রয়েছে যে সব ফোন ও আইপ্যাডে সেই তালিকায় রয়েছে, iPhone 8 ও তার পরবর্তী মডেলগুলি, iPad Pro এর সমস্ত মডেল, iPad Air 3rd gen ও তার পরবর্তী, iPad 5th gen ও তার পরবর্তী এবং iPad mini 5th gen এবং তার পরবর্তী মডেলগুলি।

CERT-In তাদের রিপোর্টে উল্লেখ করেছে, Apple iOS এবং iPadOS-এ একাধিক দুর্বলতা রয়েছে, যেগুলি বাইপাস করে স্ক্যামাররা খুব সহজেই আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারবে। আর সেখান থেকেই আপনার ব্যক্তিহত এবং সংবেদনশীল তথ্যও চুরি করতে পারে তারা। এ বিষয়ে জেনে রাখা উচিত যে, Apple প্রায়শই তার ফোন ও আইপ্যাডগুলির জন্য সিস্টেম আপডেট করে। কিন্তু ব্যবহারকারীরা অনেক সময় স্টোরেজের ঘাটতি সহ অন্যান্য আরও কারণে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করেন না। ফলে, তাঁদের iPhone বা iPad ক্ষতিগ্রস্ত হওয়ার একাধিক সম্ভাবনা তৈরি হয়ে যায়।

এখন এই দুর্বলতা কাজে লাগিয়ে দূরবর্তী স্থান থেকেই একজন আক্রমণকারী আপনার ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে, সার্ট-ইনের রিপোর্টে ঠিক এমনটাই বলা হয়েছে। দুর্বলতাগুলিকে সফল ভাবে শোষণ করে সেই আক্রমণকারী উন্নত মানের সুযোগ-সুবিধা পেতে টার্গেটেড সিস্টেমে আর্বিটারি কোডও কার্যকর করতে পারে। তাই, এই ধরনের বিপদ এড়াতে আপনার Apple ডিভাইসগুলি যত দ্রুত সম্ভব আপডেট করে নেওয়া উচিত।

Next Article