Mozila Firefox ব্যবহার করলে এখনই সাবধান, উদ্বেগ প্রকাশ করল সরকার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 29, 2023 | 1:08 PM

Mozilla firefox Bugs Alert: সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম একটি রিসার্চের মাধ্যমে দেখেছে, এই ওপেন সোর্স ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যক্তিগত ডেটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। অনেকেই হয়তো জানেন না, CERT সময়ে সময়ে এই ধরনের সতর্কতা জারি করে।

Mozila Firefox ব্যবহার করলে এখনই সাবধান, উদ্বেগ প্রকাশ করল সরকার

Follow Us

স্মার্টফোনে ব্যবহার না করলেও বহু মানুষই ল্যাপটপ এবং কম্পিউটারে মোজিলা ফায়ারফক্স (Mozilla firefox) ব্যবহার করেন। এবার সেই একটি ফ্রি ও ওপেন সোর্স ওয়েব ব্রাউজার নিয়ে আপনার সতর্ক হওয়া উচিত। কারণ সরকার এই বিষয়ে একটি গুরুতর সতর্কতা জারি করেছে। কিন্তু কারণটা কী? আসলে, সরকার সাইবার জালিয়াতি এড়াতে এই সতর্কতা জারি করেছে। সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম একটি রিসার্চের মাধ্যমে দেখেছে, এই ওপেন সোর্স ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যক্তিগত ডেটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। অনেকেই হয়তো জানেন না, CERT সময়ে সময়ে এই ধরনের সতর্কতা জারি করে।

সতর্কতা জারির কারণ কী?

CERT-IN ওপেন সোর্স ওয়েব ব্রাউজার Mozilla Firefox সংক্রান্ত এই সতর্কতা জারি করেছে। কারণ এতে অনেক বাগ ধরা পড়েছে, যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। আর সেই ডেটাকে অপরাধমূলক কাজে ব্যবহার করলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষে খালি হয়ে যাবে। আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তবে এখনই আপনার সতর্ক হওয়া উচিত।

মজিলা ফায়ারফক্সের এই সংস্করণগুলতে বিপদ রয়েছে-

CERT-IN-এর রিপোর্ট অনুযায়ী, Firefox ESR সংস্করণ 115.5.0, Mozilla Thunderbird সংস্করণ 115.5 বা Firefox iOS সংস্করণ 120 যারা ব্যবহার করেন, তারা সমস্যায় পড়তে পারেন। কারণ এই সংস্করণগুলিতে বাগ পাওয়া গিয়েছে। বাগ হচ্ছে বিশেষ কিছু ভইরাস, যার সাহায্যে সেই অ্যাপে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়।

এই বিপদ থেকে বাঁচার উপায় কী?

নিরাপত্তা সংস্থার তরফে জানানো হয়েছে, আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করেন, তাহলে তা এখনই আপডেট করুন। এর সঙ্গে ফায়ারফক্স ব্রাউজারকে অটোমেটিক আপডেটে সেট করতে হবে। এতে যখনই প্রয়োজন হবে, তখন নিজে থেকেই এই ফ্রি ও ওপেন সোর্স ওয়েব ব্রাউজারটি আপডেট করে নেবে। তবে আপডেটের সময় আপনার ফোনের ইন্টারনেট খরচ হয়ে যেতে পারে।

Next Article