AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওয়েব সিরিজ চরিত্রও এবার WhatsApp স্টিকার, শুধু করতে হবে এই কাজ

WhatsApp Sticker: সম্প্রতি Netflix-এ একটি নতুন সিনেমা মুক্তি পয়েছে, যার নাম The Archies। বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খানও রয়েছেন এই ছবিতে। বর্তমানে এই ছবিটি তরুণদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট এবং জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix ভারতে হোয়াটসঅ্যাপে আর্চিস-থিমযুক্ত স্টিকার প্যাক চালু করেছে।

ওয়েব সিরিজ চরিত্রও এবার WhatsApp স্টিকার, শুধু করতে হবে এই কাজ
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 6:02 PM
Share

হোয়াটসঅ্যাপে ফিচারের শেষ নেই। আর কোম্পানিটি একের পর এক নতুন নতুন ফিচার যোগ করে চলেছে। তার মধ্যেই বহু দিনের পরিচিত এবং জনপ্রিয় একটি ফিচার হল স্টিকার। আজকাল নতুন সিনেমা ও ওয়েব সিরিজেরও কিছু চরিত্রের স্টিকারও এদিক ওদিক শেয়ার হচ্ছে। সম্প্রতি Netflix-এ একটি নতুন সিনেমা মুক্তি পয়েছে, যার নাম The Archies। বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খানও রয়েছেন এই ছবিতে। বর্তমানে এই ছবিটি তরুণদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট এবং জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix ভারতে হোয়াটসঅ্যাপে আর্চিস-থিমযুক্ত স্টিকার প্যাক চালু করেছে।

আপনি আপনার বন্ধুদের সঙ্গে এই সিনেমার স্টিকার শেয়ার করতে পারেন। স্টিকার প্যাকে রিভারডেলের মুখ্য চরিত্র অগস্ত্য নন্দা আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে, খুশি কাপুর, বেটি কুপারের চরিত্রে, সুহানা খান ভেরোনিকা লজ, রেগি ম্যান্টল চরিত্রে ভেদাং রায়না, জুগহেড জোন্স চরিত্রে মিহির আহুজা, এথেল মুগস চরিত্রে অদিতি ডট এবং দিলটন চরিত্রে যুবরাজ মেন্ডা।

এই স্টিকারটি হোয়াটসঅ্যাপে কীভাবে পাঠাবেন?

অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীই এই স্টিকার প্যাকটি ডাউনলোড করতে পারবেন। স্টিকার প্যাক ডাউনলোড করতে, আপনাকে https://wa.me/stickerpack/TheArchiesOnNetflix ওয়েবসাইটে গিয়ে প্যাকটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে, আপনি যে চ্যাটে স্টিকার পাঠাতে চান প্রথমে সেখানে যান এবং স্টিকার অপশনে যান। সেখানেই আপনি স্টিকার পাবেন। আপনি যখনই চান এই স্টিকার প্যাকটি মুছে ফেলতে পারেন। স্টিকার পাঠানোর পরে, সেগুলি আপনার সাম্প্রতিক স্টিকারগুলিতেও অ্যাড করে নিতে পারবেন। শুধু এই জাতীয় স্টিকার অর্থাৎ শুধুই Archies-এর স্টিকারই পাঠাতে পারবেন, তা একেবারেই নয়। যারা এর আগে স্টিকার পাঠাননি, তারা হয়তো জানেন না হোয়াটসঅ্যাপে আরও অনেক ধরনের স্টিকার পাঠানো যায়।