ChatGPT এখন দেখতে, শুনতে আর বলতেও পারবে; কীভাবে ব্যবহার করবেন দেখে নিন

ChatGPT New Features: শীঘ্রই চ্যাটবটে নতুন ভয়েস এবং ইমেজ যুক্ত হতে চলেছে। অর্থাৎ এবার থেকে ব্যবহারকারীরা তাদের ভয়েস ব্যবহার করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। এমনকি ChatGPT সেই প্রশ্নটা শুনে উত্তরও দেবে।

ChatGPT এখন দেখতে, শুনতে আর বলতেও পারবে; কীভাবে ব্যবহার করবেন দেখে নিন
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 10:40 AM

ChatGPT নামটা এখন বহু মানুষের কাছেই পরিচিত। ওপেন এআই (Open AI)-এর এই চ্যাটবটটি বিগত অনেকদিন ধরেই আলোচনার তুঙ্গে। এই প্রতিযোগিতার বাজারে ওপেন এআই তার চ্যাটবটকে উন্নত রাখতে একের পর এক নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে। কয়েকদিন আগেই কোম্পানির তরফে বলা হল, এখন শুধু ইংরাজি হয়, বরং অন্য অনেক ভাষায় কাজ করা যাবে। এবার শীঘ্রই চ্যাটবটে নতুন ভয়েস এবং ইমেজ যুক্ত হতে চলেছে। অর্থাৎ এবার থেকে ব্যবহারকারীরা তাদের ভয়েস ব্যবহার করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। এমনকি ChatGPT সেই প্রশ্নটা শুনে উত্তরও দেবে। এর মানে হল আপনি যেভাবে ভয়েস অ্যাসিটেন্টের সঙ্গে কথা বলেন, তেমনভাবেই ChatGPT-এর সঙ্গে কথা বলতে পারবেন। আর কষ্ট করে টাইপ করতে হবে না।

কীভাবে ভয়েস মোড চালু করবেন?

ওপেন এআই অনুসারে, আপনি এখন ফোনেই ChatGPT ব্যবহার করতে পারবেন। যদি ইতিমধ্যেই আপনি মোবাইলে ChatGPT ব্যবহার করেন, তাহলে এই আপডেটটি পেয়ে যাবেন। নতুন আপডেটের জন্য প্রথমে মোবাইলে ChatGPT অ্যাপ খুলুন, তারপর ‘সেটিংস’-এ যান, এখানে আপনি ‘New Feature’ অপশনের অধীনে ‘ভয়েস চ্যাট’ অপশনটি দেখতে পাবেন। যখনই আপনি সেই অপশনটি অন করে নেবেন, তখনই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন।

ছবির সাহায্যেও প্রশ্ন করতে পারেন:

আপনি চাইলে AI-এর চ্যাটবট খুলে ছবির মাধ্যমেও প্রশ্ন করতে পারেন। যেমন মনে করুন আপনি আপনার বাইক পরিষ্কার করতে চান। অথচ বুঝতে পারছেন না, তা কীভাবে করবেন। এটার উত্তর পেতে আপনাকে আপনার বাইকের একটি ছবি তুলে ChatGPT-এর সঙ্গে শেয়ার করতে হবে। তারপরেই সে একে একে আপনাকে লাইক পরিষ্কার করার টিপস দিতে থাকবে।

কারা এই সুবিধা পাবেন?

OpenAI-এর মতে, ভয়েস চ্যাট এবং ইমেজ রেকগনেশন ফিচার দু’টি ChatGPT Plus এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীরাই পাবেন। আগামী 14 দিনের মধ্যে এই আপডেট তারা পেতে শুরু করবে। আর যদি আপনি এই ফিচারগুলি পেতে চান, তাহলে আপনাকে ChatGPT Plus এর সাবস্ক্রিপশন নিতে হবে, যার দাম প্রতি মাসে 1,600 টাকা।