আজকাল মোবাইলগুলিতে যতই ভাল ব্যাটারি দেওয়া হোক না কেন, একটা সময়ের পর তা আর নতুনের মতো কাজ করছে না। সারাদিনের জন্য কোথাও নিয়ে বেরলেই চার্জ শেষ হয়ে যাচ্ছে। তারউপরে এখন ঘুরতে বেরনো মানেই ছবি তোলা, ভিডিয়ো করা, এসব তো রয়েইছে। ফলে চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই একটি পাওয়ার ব্যাঙ্ক কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারছেন না। কী কী ফিচার দেখে কিনবেন, আদৌ ঠিক পাওয়ার ব্যাঙ্কটা কিনতে পারবেন কি না, এই সব কিছুর সঠিক উত্তর পাচ্ছেন না অনেকেই। এবার এই সমস্যার সমাধান জানানো হবে আপনাকে। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি নিজেই বুঝে যেতে পারবেন কোন পাওয়ার ব্যাঙ্কটা আপনার জন্য একদম উপযুক্ত। চলুন জেনে নেওয়া যাক একটি পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে কোন কোন দিকে নজর রাখবেন।
পাওয়ার ব্যাঙ্কের ক্ষমতা:
পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় এর ক্ষমতা জানা খুবই জরুরি। অর্থাৎ আপনার ফোনের ব্যাটারি যদি 5000mAh হয়, তাহলে আপনার অন্তত 10000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক কেনা উচিত। এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি ফোনটি অন্তত দু’বার চার্জ করতে পারবেন। তবে বর্তমানে 15,000mAh পর্যন্ত ব্যাটারির পাওয়ার ব্যাঙ্কগুলির দাম বাজারে খুব একটা বেশি নয়। তাই আপনি চাইলে সেটিও কিনে নিতে পারেন।
কতগুলো ডিভাইস চার্জ হবে?
তারপরেই আপনার যে জিনিসটা দেখা উচিত, তা হল যে পাওয়ার ব্যাঙ্কটি কিনছেন, তাতে একবারে কতগুলি ডিভাইস চার্জ করতে পারবেন। এমন একটি পাওয়ার ব্যাঙ্ক থাকা উচিত, যা দিয়ে আপনি একবারে দুটি ফোন চার্জ করতে পারবেন। এতে দামের খুব একটা তফাৎ হয় না। আপনি চাইলে 3টে প্লাগ সিস্টেমের পাওয়ার ব্যাঙ্কও কিনতে পারেন।
ভোল্টেজ দেখে নেবেন:
অনেকেই মনে করেন শুধু ব্যাটারির ক্ষমতা দেখে নিলেই কাজ শেষ। কিন্তু একেবারেই তা নয়। পাওয়ার ভোল্টেজ খুবই গুরুত্বপূর্ণ। আপনার কেনা পাওয়ার ব্যাঙ্কের আউটপুট ভোল্টেজ যদি আপনার ফোনের সমান না হয়, তাহলে ফোনটি চার্জ করতে পারবে না। ফলে আপনাকে ফোনের মতো একই আউটপুট ভোল্টেজ সহ একটি পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে। সেক্ষেত্রে আপনি ফোনের বাক্সে লেখা ভোল্টেজ আর পাওয়ার ব্যাঙ্কের বাক্সে লেখা ভোল্টেজ মিলিয়ে নিতে পারেন। তাহলে কোনও সমস্যা হবে না।