QR কোডের ফলে ডিজিটাল পেমেন্ট আরও সহজ এবং সুবিধাজনক হয়েছে। QR কোড ভিত্তিক পেমেন্ট পরিষেবায় নম্বর না শেয়ার করে, কেবল কোড স্ক্যান করলেই টাকা পাঠানো যায়। তবে দেশে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI যতই জনপ্রিয় হয়েছে, ততই হ্যাকারদের হানা বেড়েছে। এখন আবার হ্যাকাররা আপনাকে ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা UPI আইডিতে টাকা পাঠাতে বাধ্য করার জন্য প্রতারণামূলক QR কোড দিয়ে বোকা বানাচ্ছে। বেঙ্গালুরুতে এই ধরনের QR কোড ভিত্তিক প্রতারণা ব্যাপক ভাবে দেখা গিয়েছে। সাম্প্রতিকতম একটি পুলিশ রিপোর্ট থেকে জানা গিয়েছে, শহরের 40 শতাংশ সাইবার হানার ঘটনা QR কোড সংক্রান্ত। কীভাবে QR কোডের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে, তার জন্য আপনাকে কী-কী সতর্কতা অবলম্বন করতে হবে, সব তথ্য জেনে নিন।
পালো অল্টো নেটওয়ার্কের রিপোর্ট অনুযায়ী, সবক্ষেত্রেই QR কোড প্রতারণার ধরনটা প্রায় এক, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। আপনি সঠিক কোড স্ক্যান করছেন নাকি প্রতারকের দ্বারা কোনও ভুয়ো কোড স্ক্যান করছেন, QR কোড স্ক্যানিংয়ের সবথেকে বড় সমস্যা হল এটাই।
আর একটি উদ্বেগের বিষয়টি হল, সাইবার আক্রমণকারীরা প্রকৃত অর্থাৎ সত্যিকারের QR কোড রিপ্লেস করতে পারে এবং নিজস্ব কোড ব্যবহার করে ব্যবহারকারীদের কেলেঙ্কারির শিকার করতে পারে। সেখান থেকেই সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিতে পারে প্রতারকরা। পালো অল্টো নেটওয়ার্ক ইউনিট 42-এর প্রধান গবেষক ভিকি রে বলছেন, “স্ক্যানার রিপ্লেস করে জালিয়াতির ঘটনা যে হারে বাড়ছে, তা ভবিষ্যতের জন্য একটা বড় ভয়ের বিষয়।”
যখন আপনি সেই পরিবর্তিত QR কোড স্ক্যান করছেন, তখন এমন একটি ওয়েবসাইট খুলতে পারেন যা আপনার ডিভাইসকে ম্যালিশিয়াস কোড দ্বারা সংক্রমিত করবে। সেখান থেকেই আপনাকে একটি ম্যালিশিয়াস অ্যাপ ডাউনলোড করতে বাধ্য করা হতে পারে। পালো অল্টো নেটওয়ার্কের রিপোর্টে বলা হচ্ছে, “এই ধরনের অ্যাপে সাধারণত ভাইরাস, স্পাইওয়্যার, ট্রোজ়ান বা অন্যান্য ধরনের ম্যালওয়্যার থাকে, যা ব্যবহারকারীর গোপন তথ্য হাতিয়ে তাঁর গোপনীয়তা লঙ্ঘন করে। এর দ্বারা র্যানসামওয়্যার আক্রমণ থেকে ক্রিপ্টো মাইনিং পর্যন্ত একাধিক বড়সড় ঘটনা ঘটে যেতে পারে।”
আজ নয়, QR কোড ব্যবহার করা হচ্ছে বেশ কিছু বছর ধরেই। তবে UPI-এর ক্ষেত্রে QR কোড সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে। এখন UPI-এর মাধ্যমে যেহেতু মোটা অঙ্কের টাকা লেনদেন করা হয়, তাই স্ক্যামারদের জন্য তা সফট্ টার্গেট হয়ে উঠেছে। তবে QR কোড প্রতারণা নিয়ে অহেতুক চিন্তার কোনও কারণ নেই। প্রতারণা এড়াতে আপনি QR কোডের ব্যবহার বন্ধ করতে পারেন। আবার যাঁকে QR কোড স্ক্যান করে টাকা পাঠাবেন, তাঁকে আপনি সামনেই দেখতে পাবেন। রিমোট উপায়ে দূরবর্তী স্থান থেকে কিউ আর কোড স্ক্যান করার কোনও সম্ভাবনা নেই।