AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio-র নতুন প্ল্যান, 270 টাকায় বছরভর রোজ 2GB ডেটা, সঙ্গে Prime Video

Jio Rs 3227 Plan: এই নতুন Jio প্ল্যান রিচার্জ করতে ব্যবহারকারীদের 3,227 টাকা খরচ করতে হবে। প্রতিদিন এই প্ল্যানে জিও ব্যবহারকারীরা দৈনিক 2GB ডেটা পেয়ে যাবেন। এখন এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফার হল তার ওটিটি অফারিং। Jio তার 3,227 টাকার প্ল্যানে Prime Video মোবাইল এডিশন অফার করছে।

Jio-র নতুন প্ল্যান, 270 টাকায় বছরভর রোজ 2GB ডেটা, সঙ্গে Prime Video
চমৎকার প্ল্যান নিয়ে এল Jio।
| Edited By: | Updated on: Oct 22, 2023 | 2:40 PM
Share

Reliance Jio একের পর এক রিচার্জ প্ল্যান লঞ্চ করে চলেছে। আর তাদের বেশিরভাগেই OTT অফার করা হচ্ছে। সম্প্রতি মুম্বইয়ের টেলিকম সংস্থাটি আরও একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বার্ষিক সেই প্ল্যানেও OTT-র ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন ব্যবহারকারীরা। প্রসঙ্গত, Jio তার বিভিন্ন প্ল্যানে একাধিক ওটিটি প্ল্যাটফর্মের অফার দিয়ে থাকে। সেই তালিকায় রয়েছে নেটফ্লিক্স, ডিজ়নি প্লাস হটস্টার, SonyLIV, ZEE5 ইত্যাদির অনেক কিছুই। এখন যে নতুন বার্ষিক প্ল্যানটি নিয়ে আসা হয়েছে, সেখানে Jio তার ব্যবহারকারীদের Prime Video Mobile Edition অফার করছে। কত খরচ সেই প্ল্যানের, আর কী-কী অফার রয়েছে, Reliance Jio-র এই নতুন প্ল্যান সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

Jio Prime Video বার্ষিক প্ল্যান

এই নতুন Jio প্ল্যান রিচার্জ করতে ব্যবহারকারীদের 3,227 টাকা খরচ করতে হবে। প্রতিদিন এই প্ল্যানে জিও ব্যবহারকারীরা দৈনিক 2GB ডেটা পেয়ে যাবেন। এই পরিমাণ ডেটা দৈনিক কোটা থেকে শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 64 Kbps হয়ে যাবে। অন্যান্য অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ। 365 দিন ধরেই এই অফার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

এখন এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় অফার হল তার ওটিটি অফারিং। Jio তার 3,227 টাকার প্ল্যানে Prime Video মোবাইল এডিশন অফার করছে। এছাড়াও পয়েছে Jio TV, JioCinema এবং JioCloud-এর মতো একাধিক কমপ্লিমেন্টারি অ্যাপের অফার। অতিরিক্ত অফারের দিক থেকে প্ল্যানটিতে রয়েছে আনলিমিটেড ট্রু 5G ডেটা। আপনার এলাকায় Jio True 5G চালু হয়ে গেলেই এই প্ল্যানের সব অফার আপনি পেয়ে যাবেন।

সব মিলিয়ে যদি দেখতে চান, তাহলে Jio-র এই প্ল্যানের জুড়ি মেলা ভার। প্ল্যানটি রিচার্জ করলে প্রতি মাসে আপনি পেয়ে যাচ্ছেন 60GB-রও বেশি ডেটা, সেই হিসেবে বছরে 730GB ডেটা। আবার প্রতি মাসে যদি এই প্ল্যানের খরচের হিসেব করে দেখতে চান, তাহলে তা 270 টাকারও কম। এখন মাসে এই পরিমাণ টাকা খরচ করে কত কী-ই অফার পেয়ে যাচ্ছেন।