রিচার্জ প্ল্যানের খরচ বাড়বে? Reliance Jio করে দিল বড় ঘোষণা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 31, 2023 | 1:29 PM

Reliance Jio তাদের রিচার্জ প্ল্যানের খরচগুলিকে প্রতিযোগিতামূলক রেখে বেশি সংখ্যক গ্রাহকের অন্যতম পছন্দ হয়ে উঠেছে। পাশাপাশি অত্যধিক মূল্যবৃদ্ধি ছাড়াই বিভিন্ন জিও পরিষেবার অ্যাক্সেস দিয়ে ডেটা-নির্ভর কানেক্টিভিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি। এবার কি সত্যিই ট্যারিফ খরচ বাড়ানোর পথে হাঁটছে Jio?

রিচার্জ প্ল্যানের খরচ বাড়বে? Reliance Jio করে দিল বড় ঘোষণা
Jio প্ল্যানের খরচ বাড়ছে?

Follow Us

5G রিচার্জ প্ল্যান কি আরও দামি হতে চলেছে? Reliance Jio-র ক্ষেত্রে অন্তত তেমনটা হওয়ার সম্ভাবনা নেই আপাতত। জল্পনা চলছে, Airtel এবং Vi-এর মতো সংস্থা দুটি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে। এমনই একটা সময়ে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা পরিষ্কার করে জানিয়ে দিল যে, Jio 5G প্ল্যানের খরচ তারা বাড়াচ্ছে না। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, 5G পরিষেবা লঞ্চ করলেও প্রতিযোগিতামূলক মূল্য বজায় রাখার অভিপ্রায়ের কথা জানিয়েছে Jio। টেলিকম সংস্থার প্রাথমিক লক্ষ্য হল, একটা বড় অংশের ব্যবহারকারীর কাছে সস্তার রিচার্জ প্ল্যান পৌঁছে দেওয়া।

খুব সহজে বলতে গেলে এখনই Reliance Jio-র রিচার্জ খরচ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। পরিবর্তে মুম্বইয়ের টেলিকম সংস্থাটি চাইছে, কম খরচে অতিরিক্ত পরিমাণ ডেটা মানুষের কাছে পৌঁছে দিতে। Jio-র প্রেসিডেন্ট ম্যাথু উমেন জানিয়েছেন, একমাত্র ডেটা-নির্ভর প্ল্যানগুলিই মানুষকে আকৃষ্ট করে এবং কম খরচে সেই অফার মানুষ সবসময়ই লুফে নিতে চান। তার থেকেও বড় কথা হল, Jio চাইছে সস্তার রিচার্জ প্ল্যান থেকে শুরু করে সস্তার 4G স্মার্টফোন ইস্তক, সবকিছু কম দামে অফার করে দেশের 2G ফিচার ফোন ব্যবহারকারীদের কাছেও হাই-স্পিড ইন্টারনেট পৌঁছে দিতে এবং তাঁদের স্মার্টফোনেও কনভার্ট করতে।

উমেন বলছেন, “এখনও প্রায় 200 মিলিয়নেরও বেশি মোবাইল গ্রাহকদের 2G ব্যবহারের সঠিক অভিজ্ঞতা নেই। সেই তাঁদের হাতেই আরও বেশি করে ডিজিটাল ক্ষমতায়ন তুলে দেওয়ার একটা দায়িত্ব রয়েছে আমাদের কাছে। 2G-মুক্ত (টেলিকম) শিল্প গড়ার একমাত্র উপায় হল সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেসিবিলিটি অফার করা।”

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, দেশের টেলিকম মার্কেটে Reliance Jio তাদের রিচার্জ প্ল্যানের খরচগুলিকে প্রতিযোগিতামূলক রেখে বেশি সংখ্যক গ্রাহকের অন্যতম পছন্দ হয়ে উঠেছে। পাশাপাশি অত্যধিক মূল্যবৃদ্ধি ছাড়াই বিভিন্ন জিও পরিষেবার অ্যাক্সেস দিয়ে ডেটা-নির্ভর কানেক্টিভিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি।

এদিকে গত তিনটি ত্রৈমাসিকে প্রত্যেক ব্যবহারকারীর কাছ থেকে গড়ে প্রায় 181.7 টাকা আয় করেছে Jio। গত বারের তুলনায় এই পরিসংখ্যানে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এক্ষেত্রে জেনে রাখা ভাল যে, ব্যবহারকারী প্রতি গড় আয় (ARPU) টেলিকম সংস্থাগুলির কাছে একটা রিপোর্ট কার্ডের মতোই। একমাত্র এখান থেকেই বোঝা যায়, একটি টেলকো তার প্রতিটি গ্রাহকের কাছে গড়ে কত টাকা আয় করেছে।

অন্য দিকে Vi এবং Airtel-এর মতো সংস্থা দুটি একাধিক বার তাদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েছে। এ বিষয়ে তাদের বক্তব্য, 5G নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য এই খরচ বাড়ানো আবশ্যক, যাতে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করা যায়।

Next Article