এই ডিজিটাল যুগে সব ডেটাই ডিজিটাল। আর সেগুলি যাতে সব সময় সুরক্ষিত থাকে, তা দেখার দায়িত্বও আপনার। সেই সব ডেটাকে অনেকেই Google অ্যাকাউন্টে সেভ করে রাখেন। কিন্তু আপনি কি কখনও এটা দেখেছেন যে, আপনার Google অ্যাকাউন্ট কত জায়গায় খোলা আছে এবং কোন ওয়েবসাইট এবং অ্যাপগুলিকে আপনি এতে অ্যাক্সেস দিয়েছেন? অনেকেই এমনটা করে না। ফলে বিরাট বিপদের মুখে পড়তে হয়। এমনকি ব্যক্তিগত সব ডেটা অন্য কারও হাতে পৌছে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনি কীভাবে বুঝবেন, কোথায় কোথায় আপনার Google অ্যাকাউন্ট খোলা আছে।
আপনি যখন কোনও ওয়েবসাইট বা অ্যাপে ‘Sign In With Google’ করেন, তখন সেই ওয়েবসাইট বা অ্যাপে Google অ্যাকাউন্ট নিজে থেকেই সেভ হয়ে যায়। ওয়েবসাইটে আপনার ডেটা যেমন নাম, প্রোফাইল, Gmail ইত্যাদি দেখতে পাওয়া যায়। এটা সেই সব ভুয়ো ওয়াবসাইটগুলি তাদের দরকারে কাজ করে। এই কারণেই শেষ হওয়ার পরে, সমস্ত ওয়েবসাইট এবং অ্যাপ থেকে Google অ্যাকাউন্ট সরিয়ে ফেলা এবং Google অ্যাকাউন্টটি লগ-আউট করা খুবই প্রয়োজন। বেশিরভাগ লোকই ‘Sign In With Google’ অপশনটি বেছে নেয়, কারণ এতে অন্য কোনও বিবরণ ইত্যাদি পূরণ করতে হয় না। এতে সরাসরি লগ ইন হয়ে যায়।