বর্তমানে স্মার্টফোন মানেই ইন্টারনেটের ব্যবহার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েব সিরিজ়, কোনও কিছুই ইন্টারনেট ছাড়া চলে না। আর অনেকেই বাড়িতেই ওয়াইফাই নেই। ফলে ফোনের 2GB বা 1.5GB ইন্টারনেট দিয়েই সারাদিন কাজ চালাতে হয়। কিন্তু এই সব কিছুর মধ্য একটি সাধারণ সমস্যা অনেকেরই হয়। তা হল সারাদিন তেমন কিছু না করে মোবাইল ডেটা শেষ হয়ে যায়, তাও আবার দুপুরের মধ্যে। বেশিরভাগ লোকই এমন প্যাক রিচার্জ করে, যা 1 জিবি, 1.5 জিবি বা 2 জিবি দৈনিক ডেটা দেয়। ফলে কিছু না করেও নিমেষে শেষ হয়ে যায়। এমন সমস্যা নিশ্চয়ই আপনার সঙ্গেও হয়েছে। কিন্তু এবার আপনাকে এই সমস্যার সমাধান দেওয়া হবে। অনেকেই ভাবেন এটি সিমের সমস্যা। ফলে কাস্টোমার কেয়ারে ফোন অনেক। কিন্তু তারাও আপনার মন মতো জবাব দিতে পারে না। কিন্তু আপনি জানেন না, যে এই সমস্যা আপনার ফোনের সেটিংস-এই লুকিয়ে আছে। আর তা পাল্টে ফেললেই আপনার কাজ মিটে যাবে।
কেন ডেটা এত সহজে ফুরিয়ে যায়?
এর সবচেয়ে বড় কারণ আপনার ফোনের আপডেট। ফোনটিতে অনেক সিকিউরিটি ফিচার আছে, যা অটোমেটিকভাবে আপডেট হতে থাকে। বেশিরভাগ মানুষই তাদের ফোনে অটোমেটিক আপডেট অন করে রাখেন। ফলে একটি নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনার ফোন নিজে থেকেই ডেটা ব্যবহার করে আপডেট করা শুরু করে দেয়। এতে আপনি বুঝতেও পারেন না আর আপনার ফোনের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায়।
অটোমেটিক আপডেট বন্ধ করুন: