OTP ছাড়াই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্ক্যাম থেকে বাঁচতে লক করুন আধার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 24, 2023 | 8:45 AM

Aadhaar Biometric Lock: কোনও স্ক্যামার যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় তাহলে তার জন্য কোনও ওটিপিরও প্রয়োজন হবে না। আর এমনটা তাদের সঙ্গেই হচ্ছে, যারা আধারের বায়োমেট্রিক লক করে রাখেননি। তাই এই OTP স্ক্যাম থেকে বাঁচতে বায়োমেট্রিক লক করে নিন।

OTP ছাড়াই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্ক্যাম থেকে বাঁচতে লক করুন আধার

Follow Us

জালিয়াতির সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। আর স্ক্যামাররা একের পর এক নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করছে জালিয়াতির। তার মধ্যেই নতুন হল ওটিপি কেলেঙ্কারি। এতে কী হচ্ছে? এতে কোনও OTP-ই আসছে না ফোনে। ফলে একদম অজান্তেই হয়ে যাচ্ছে স্ক্যাম। এখন প্রায় সবাই জানে যে OTP কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। কিন্তু এই স্ক্যামে OTP শেয়ার করার প্রয়োজনই পড়ছে না। OTP ছাড়াই টাকা তোলার উধাও হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের। আপনি তখনই এই বিষয়ে জানতে পারবেন, যখন টাকা তুলে নেওয়ার পর আপনার কাছে মেসেজ আসবে। তার আগে পর্যন্ত আপনি কিছুই জানতে পারবেন না।

বায়োমেট্রিককে কাজে লাগানো হচ্ছে-

আজকাল একটি নতুন স্ক্যাম বেরিয়ে আসছে, যাতে স্ক্যামারদের আপনার অ্যাকাউন্ট খালি করার জন্য কোনও OTP প্রয়োজন হচ্ছে না। এই নতুন স্ক্যামে, স্ক্যামাররা আপনার বায়োমেট্রিক ডেটার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খালি করতে পারছে। কিন্তু কীভাবে এই ডেটা চুরি করছে জালিয়াতরা?

আধারের বায়োমেট্রিক নিজে থেকেই আনলক করা থাকে, যেখানেই আপনি আপনার বায়োমেট্রিক জমা দিয়েছেন এবং এটিকেই কাজে লাগাচ্ছে স্ক্যামাররা। এর জন্য কোনও স্ক্যামার যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় তাহলে তার জন্য কোনও ওটিপিরও প্রয়োজন হবে না। আর এমনটা তাদের সঙ্গেই হচ্ছে, যারা আধারের বায়োমেট্রিক লক করে রাখেননি। তাই এই OTP স্ক্যাম থেকে বাঁচতে বায়োমেট্রিক লক করে নিন।

আধারের বায়োমেট্রিক কীভাবে লক করবেন?

  • এর জন্য আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ এই লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এখানে আপনি Aadhaar Lock/Unlock এর অপশন দেখতে পাবেন।
    এখানে আপনি বায়োমেট্রিক্স লক করতে পারবেন।
  • আপনি যদি এটি আবার আনলক করতে চান, আপনি একই প্রক্রিয়ার সাহায্যে আনলক করতে হবে।
  • যদি আধার কার্ডের বায়োমেট্রিক সবসময় আনলক করা থাকে, তাহলে আপনি OTP স্ক্যামে ফেঁসে যেতে পারেন। তাই লক করে রাখাই ভাল।
Next Article