Exhaust Fan Tips: এক্সজস্ট ফ্যানের আওয়াজে বাড়িতে টেকা দায়? চিন্তা না করে কাজে লাগান এসব উপায়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 12, 2023 | 2:02 PM

Exhaust Fan Noise Tips: তেল ও মশলার ফলে ফ্যানের ব্লেডে ধুলোর মতো পুরু স্তর জমে যায়, যার কারণে ফ্যানের ওপর চাপ পড়ে এবং শব্দ হতে থাকে। আপনিও যদি এই সমস্যায় ভোগেন, তবে আপনাকে এবার এর সমাধান দেওয়া হবে।

Exhaust Fan Tips: এক্সজস্ট ফ্যানের আওয়াজে বাড়িতে টেকা দায়? চিন্তা না করে কাজে লাগান এসব উপায়

Follow Us

আজকাল অনেকের রান্নাঘরেই এক্সজস্ট ফ্যান থাকে। এর সাহায্যে রান্নাঘরে রান্নার সময় সমস্ত ধোঁয়া বের হয়ে যায়। কিন্তু দিনের পর দিন পরিষ্কার না করলে ধোয়া লেগে এক্সজস্ট ফ্যানটি বেশ নোংরা হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে, যা সবচেয়ে বেশি বিরক্তকর হয়ে ওঠে তা হল এক্সজস্ট ফ্যান থেকে আসা শব্দ। আর তা দিনের পর দিন বাড়তেই থাকে। তেল ও মশলার ফলে ফ্যানের ব্লেডে ধুলোর মতো পুরু স্তর জমে যায়, যার কারণে ফ্যানের ওপর চাপ পড়ে এবং শব্দ হতে থাকে। আপনিও যদি এই সমস্যায় ভোগেন, তবে আপনাকে এবার এর সমাধান দেওয়া হবে। আর যদি মনে করেন বেশি শব্দতে কোনও সমস্যা নেই, তবে তা ভুল করছেন। কারণ এভাবে শব্দ হতে হতে একটা সময়ের পর তা খারাপ হয়ে যেতে পারে। আপনাকে কয়েকটি উপায় জানানো হবে, যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

এক্সজস্ট ফ্যান পরিষ্কার করুন:

ফ্যানের ব্লেড এবং মোটরে ধুলো জমে তার কাজ ধীর হয়ে যেতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে তা থেকেই শব্দ হয়। যখনই আপনি সময়ে সময়ে এক্সজস্ট ফ্যান পরিষ্কার করবেন, দেখবেন কোনও সমস্যা হচ্ছে না।

ফ্যান ঠিক করুন:

ফ্যানের ব্লেড বা মোটর নষ্ট হয়ে গেলে, আওয়াজ বেড়ে যেতে পারে। ফ্যান মেরামত করার জন্য একজন পেশাদারকে ডেকে নিন। অনেক সময় পরিষ্কার করার পরেও যদি দেখেন যে বেশি আওয়াজ হচ্ছে, তাহলে বুঝবেন মোটরে কোনও সমস্যা হয়েছে।

কম গতিতে ফ্যান চালান:

বেশি গতিতে ফ্যান চালালে আওয়াজ বাড়তে পারে। যদি আপনার এক্সজস্ট ফ্যানে বিভিন্ন স্পিড সেটিংস থাকে, তাহলে সবচেয়ে কম স্পিডে ব্যবহার করার চেষ্টা করুন। এতে শব্দ কম হবে। আর যদি মনে করেন রান্নাঘরে অনেক বেশি ধোঁয়া হয়ে গিয়েছে, তখনই স্পিড বাড়িয়ে নিতে পারেন।

নতুন এক্সজস্ট ফ্যান কিনুন:

যদি কিছু করেই আপনার এক্সজস্ট ফ্যানের শব্দের সমস্যা না মেটে, তাহলে একটি নতুন এক্সজস্ট ফ্যান কিনে নিন। বর্তমানে বাজারে এমন অনেক এক্সজস্ট ফ্যান পাওয়া যায়, যাতে উন্নত মটোর ব্যবহার করা হয়। ফলে শব্দ খুব কম হয়।

Next Article