TRAI DND App: স্প্যাম কলে জর্জরিত? এই TRAI অ্যাপ ডাউনলোড করে নিলেই চিরমুক্তি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 26, 2023 | 12:59 PM

TRAI একটি Do Not Disturb বা DND মোবাইল অ্যাপ নিয়ে কাজ করছে। দেশের মোবাইল ব্যবহারকারীরা এই অ্যাপে গিয়ে স্প্যাম কল বা টেক্সট সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। TRAI সেক্রেটারি ভি রঘুনন্দন জানিয়েছেন, DND অ্যাপের টেকনিক্যাল কিছু সমস্যার সমাধান করা হচ্ছে বাগ ফিক্সিংয়ের মাধ্যমে। শীঘ্রই তা সকল ভারতীয়ের জন্য নিয়ে আসা হবে বলেও তিনি যোগ করেছেন।

TRAI DND App: স্প্যাম কলে জর্জরিত? এই TRAI অ্যাপ ডাউনলোড করে নিলেই চিরমুক্তি
ট্রাই অ্যাপেই মুশকিল আসান!

Follow Us

Spam Calls: স্প্যাম কলে জর্জরিত দেশের মানুষ। প্রতিদিন একপ্রকার নিয়ম করে অগুনতি ভুয়ো কল এসেই চলেছে। কখনও টেলিকম অফার, কখনও আবার ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোনের অফার দিয়ে চলতে থাকে স্প্যাম কলের রমরমা। দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বিরক্তিকর স্প্যাম কল থেকে মানুষকে বাঁচাতে কাজ করে চলেছে। টেলিকম সংস্থাগুলির জন্য লাগু করেছে একাধিক নিয়ম। এবার তারা একটি Do Not Disturb বা DND মোবাইল অ্যাপ নিয়ে কাজ করছে। দেশের মোবাইল ব্যবহারকারীরা এই অ্যাপে গিয়ে স্প্যাম কল বা টেক্সট সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। TRAI সেক্রেটারি ভি রঘুনন্দন জানিয়েছেন, DND অ্যাপের টেকনিক্যাল কিছু সমস্যার সমাধান করা হচ্ছে বাগ ফিক্সিংয়ের মাধ্যমে। শীঘ্রই তা সকল ভারতীয়ের জন্য নিয়ে আসা হবে বলেও তিনি যোগ করেছেন।

Trai DND App: এই অ্যাপ সম্পর্কে যা জানা জরুরি

TRAI এই মুহূর্তে DND অ্যাপ নিয়ে কাজ করছে, যা iOS এবং Android দুই প্ল্যাটফর্মেই চলতে পারে। যদিও এই অ্যাপ লঞ্চের কোনও নির্দিষ্ট টাইমলাইন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। রঘুনন্দন জানিয়েছেন, DND অ্যাপ মানুষের ব্যবহারযোগ্য হয়ে গেলেই স্প্যাম কল ও টেক্সট উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। ট্রুকলার সিইও আলান মামেদি কয়েক দিন আগে একটি ইভেন্টে জানিয়েছিলেন যে, ভারতে তাদের অ্যাপের 270 মিলিয়ন অ্যাক্টিভ ইউজ়ার রয়েছে। তাঁদের মধ্যে থেকে প্রায় 5 মিলিয়ন মানুষ প্রতিদিন স্প্যাম কলের রিপোর্ট করেন।

পিটিআই রিপোর্ট অনুযায়ী, ট্রাই তাদের DND অ্যাপের বাগ ফিক্সিংয়ের জন্য এক্সটার্নাল এজেন্সিকে নিয়োগ করেছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে DND অ্যাপের সমস্যাগুলির সমাধান করা গেলেও
ট্রাই এই মুহূর্তে iOS-এর জন্য আরও বেশি করে গুরুত্ব দিচ্ছে। সূত্রের খবর, 2024 সালের মার্চ মাসের মধ্যেই ট্রাইয়ের ডিএনডি অ্যাপটি দেশে চলে আসবে।

TRAI DND 3.0 অ্যাপটি কীভাবে ডাউনলোড ও ব্যবহার করবেন

* তার জন্য প্রথমেই আপনাকে TRAI DND 3.0 অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে খুঁজতে হবে।

* ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিন, প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করুন।

* ইনস্টল করা হয়ে গেলেই TRAI DND 3.0 অ্যাপটি খুলুন।

* সাইন ইন করার জন্য ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

* তারপরই আপনার নম্বর Do Not Disturb (DND) লিস্টে চলে আসবে। সেখান থেকেই অবাঞ্ছিত কল ও টেক্সট প্রতিরোধ করা সম্ভব হবে।

* এরপরেও আপনি যদি অযাচিত কল ও টেক্সট পেতে থাকেন, তাহলে আপনি অ্যাপটি থেকে রিপোর্ট করতে পারেন এবং আপনার টেলিকম সার্ভিস প্রোভাইডারের কাছে অভিযোগ জানাতে পারেন।

Next Article