সাইবার ক্রাইম নামটা তো অনেক শুনেছেন, কিন্তু সাইবার স্টকিং সম্পর্কে জানেন কি? এটিও অনেকটা সাইবার ক্রাইমের মতোই কাজ করে। অর্থাৎ এটি এক ধরনের সাইবার অপরাধ। বিশ্বজুড়ে সাইবার ক্রাইমের ঘটনা দ্রুত বাড়ছে, যার কারণে ডিজিটাল যে কোনও তথ্য খুব সহজে স্ক্যামারদের হাতে পৌছে যাচ্ছে। আপনি যা কিছুই শেয়ার করেন না কেন, সব কিছুই নিমেষে চলে যাচ্ছে তাদের কাছে। একথা বলাই যায় আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিয়ো ইত্যাদি শেয়ার করি, তখন তা তাদের হাতে তুলে দি। আর তা নিয়েই স্ক্যামাররা আমাদের ঠকাতে পারে।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ সরকারের একটি অফিসিয়াল হ্যান্ডেল রয়েছে, যা সাইবার অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করতে কাজ করে। এই অ্যাকাউন্টের নাম সাইবার দোস্ত, কয়েক ঘণ্টা আগে সাইবার দোস্ত অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে, যাতে বলা হয়েছে কীভাবে আপনি সাইবার স্টকারদের হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন। এই পোস্টে তথ্য দেওয়া হয়েছে যে সাইবার স্টকারদের থেকে নিজেকে রক্ষা করতে, আপনাকে আপনার অনলাইন যে কোনও ডেটা রক্ষা করতে হবে। তার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া Privacy সেটিংস পরিবর্তন করা খুব প্রয়োজন।
সাইবার স্টকিং কী?
সাইবার স্টকিং মানে হল সোশ্যাল মিডিয়া, ইমেল বা টেক্সট মেসেজিং-এর মাধ্যমে কোনও ব্যক্তিকে স্টক করা। সহজ ভাষায় বোঝাতে গেলে, যখন কেউ ডিজিটাল মাধ্যমে কাউকে ঠকানোর চেষ্টা করে, আর তার সব কিছু জানতে চায়, তাকে সাইবার স্টকিং বলে।
সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বরটি জানুন-
যদি আপনার সঙ্গে এমন কোনও ঘটনা ঘটে, তবে আপনি কোন নম্বরে কল করে অভিযোগ করতে পারেন? আপনার মোবাইলে 1930 নম্বরটি সেভ করে রাখুন। যদি কোনওভাবে মনে হয়, আপনাকে কেউ স্টক করছে, তাহলে এই নম্বরে অভিযোদ জানাতে পারেন।