Kundli GPT AI: রাশিফলের পূর্বাভাস দিতে বাজারে এল নতুন AI চ্যাটবট, Kundli GPT কীভাবে ব্যবহার করবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 03, 2023 | 6:22 PM

How To Use Kundli GPT: জ্যোতিষশাস্ত্রীয় পাঠ এবং জ্যোতির্বিদ্যাকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাওয়ার দিগন্তেও পদার্পণ করল AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Kundli GPT নামক একটি নতুন চ্যাটবট হাজির হয়েছে। কীভাবে এই চ্যাটবট ব্যবহার করে আপনার রাশিফলের পূর্বাভাস জানবেন, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Kundli GPT AI: রাশিফলের পূর্বাভাস দিতে বাজারে এল নতুন AI চ্যাটবট, Kundli GPT কীভাবে ব্যবহার করবেন?
AI চ্যাটবট যখন আপনার রাশিফলও জানাবে...

Follow Us

AI Based Horoscope Predictions: জেনারেটিভ AI হালফিলের প্রযুক্তিক্ষেত্রে অন্য মাত্রা নিয়েছে। ChatGPT-র আগমন অনেক মুশকিলই আসান করেছে। সে পরীক্ষা দিয়েছে, কবিতা লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে যেন মাইলফলক তৈরি করেছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মানুষের চাকরি কেড়ে নেওয়ার মতো চ্যালেঞ্জেরও সৃষ্টি করেছে চ্যাটজিপিটি-র মতো কৃত্রিম মেধা নির্ভর চ্যাটবট। এবার জ্যোতিষশাস্ত্রীয় পাঠ এবং জ্যোতির্বিদ্যাকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাওয়ার দিগন্তেও পদার্পণ করল AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Kundli GPT নামক একটি নতুন চ্যাটবট হাজির হয়েছে। এই এআই-ভিত্তিক চ্যাটবট আপনাকে জ্যোতিষ সংক্রান্ত পাঠ এবং এই ক্ষেত্রের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

Kundli GPT: AI চ্যাটবটের মাধ্যমে জ্যোতিষশাস্ত্রে নতুন দিগন্তের উন্মোচন

কী এই কুণ্ডলী জিপিটি? সে বিষয়ে প্ল্যাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা হচ্ছে, “আপনি যদি আপনার কর্মজীবন এবং পেশাগত জীবন সম্পর্কে আগ্রহী হন, আমাদের চ্যাটবট আপনার কুষ্ঠী অনুযায়ী, গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন সম্ভাবনার উপরে অন্তর্দৃষ্টি দিতে পারে। আপনি যদি বিবাহ এবং পারিবারিক জীবন সম্পর্কে খুবই চিন্তিত থাকেন, তাহলে আমাদের চ্যাটবট আপনাকে সম্ভাব্য বাধাগুলি কীভাবে এড়াতে হয় এবং কীভাবেই বা ইতিবাচক প্রভাব বাড়ানো যেতে পারে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী এবং পরামর্শ দিতে পারে।”

সংস্থার তরফে আরও বলা হচ্ছে, চ্যাটবটটি আপনার কুষ্ঠীতে নেতিবাচক প্রভাব চিহ্নিত করতে পারে এবং প্রতিকারের পরামর্শ দিতে পারে। সঠিক সমাধানের জন্য উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে আপনার গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলির অন্তর্দৃষ্টি এবং আর্থিক পরামর্শও দিতে পারে এই চ্যাটবট। কুণ্ডলী জিপিটি একটি পরীক্ষামূলক সরঞ্জাম এবং এটি কোনও রকম বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য নিয়ে আসা হয়নি বলে যোগ করেছে সংস্থাটি।

Kundli GPT: কীভাবে কুণ্ডলী জিপিটি ব্যবহার করবেন

1) Kundli GPT AI ব্যবহার করার জন্য আপনাকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দসই ভাষাটি বেছে নিতে হবে।

2) সেখানে গিয়ে আপনার নাম, জন্মতারিখ এবং লোকেশন অ্যাক্সেস নেওয়ার অনুমতি দিয়ে দিতে হবে, যাতে আপনি আরও ভাল ভবিষ্যদ্বাণী পেতে পারেন।

3) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করে পার্সোনালাইজ়ড অ্যাস্ট্রিলজিক্যাল রিডিংস নিতে হবে।

ChatGPT-র এহেন গগনচুম্বী সাফল্যের পর এবার Apple-ও তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট নিয়ে আসছে, যার নাম ‘Apple GPT’। অ্যাপলের এই AI চ্যাটবট টক্কর দেবে ওপেনএআই এর চ্যাটজিপিটি এবং গুগলের বার্ডের সঙ্গে। ব্লুমবার্গের মার্ক গুর্ম্যান জানিয়েছেন, গত কয়েক মাস ধরে AI-এর উপরে কাজ করা অ্যাপলের অগ্রাধিকার হয়ে উঠেছে।

Next Article