কয়েক দিন আগেই WhatsApp তার ব্যবহারকারীদের জন্য একটি চিন্তার খবর নিয়ে হাজির হয়েছিল। 24 অক্টোবর থেকে একাধিক ফোনে সাপোর্ট তুলে নিয়েছে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। ফের একগুচ্ছ ফোন থেকে WhatsApp তার সাপোর্ট বন্ধ করে দিতে চলেছে। মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের তরফ থেকে জানানো হয়েছে, Android 4.4 অর্থাৎ যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম KitKat নামেই বেশি জনপ্রিয়, সেই OS সাপোর্টেড ফোনগুলিতে আর WhatsApp কাজ করবে না। তার কারণ হল, গুগলও এই সফটওয়্যারটিকে এই মুহূর্তে অকেজো বলেই জানিয়ে দিয়েছে একপ্রকার। এত পুরনো অপারেটিং সিস্টেম থেকে গ্রাহকদের একাধিক বিপদের সম্ভাবনাও থেকে যায়। সেই দিকটা মাথায় রেখেই WhatsApp এবার KitKat অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনগুলি থেকে তার সাপোর্ট তুলে নিচ্ছে।
এখন WaBetaInfo এই খবর জানানোর পরে ফোনগুলি যে আর হোয়াটসঅ্যাপেরও কোনও আপডেট পাবে না, সেই বিষয়টিও পরিষ্কার হয়ে গেল। এখন এই সব ফোনের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে, তাঁদের অ্যান্ড্রয়েড আপডেট করতে হবে। আর যদি তাঁদের ফোন আপডেটের যোগ্য না হয়, তাহলে যত দ্রুত সম্ভব ফোন আপডেট করে নিতে হবে। যদিও একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মার্কেটে খুবই অল্প সংখ্যক কিছু ফোন রয়েছে, যেগুলি অ্যান্ড্রয়েড কিটক্যাট সফটওয়্যারে চলে।
X প্ল্যাটফর্মে WaBetaInfo একটি পোস্টে জানিয়েছে, এখন হোয়াটসঅ্যাপ একমাত্র সেই সব ফোনেই সাপোর্ট করবে, যেগুলিতে Android OS 5.0 এবং তার পরবর্তী ভার্সনগুলি রয়েছে। তবে iOS সাপোর্টেড ডিভাইসগুলির ক্ষেত্রে এমন কোনও খবর এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, Android KitKat অপারেটিং সিস্টেমটি সর্বপ্রথম নিয়ে আসা হয়েছিল 2013 সালের সেপ্টেম্বর মাসে। অর্থাৎ প্রায় এক দশকেরও বেশি সময় হতে চলল এই সফটওয়্যারের বয়স। এখন সমস্যার বিষয়টি হল, কিছু Android 4.4 সাপোর্টেড ফোন পরবর্তী সফটওয়্যার আপডেট পাবে। আবার কিছু ফোন কোনও আপডেট পাবে না। মুশকিলটা এখানেই। যে সব ফোন আপডেট পাবে, তারা Android 5.0তে আপডেট করে নিলেই আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। আর যে সব ফোন আপডেট পাবে না, তাদের নতুন ফোন ক্রয় করতে হবে।
কোনও ফোনে হোয়াটসঅ্যাপ যদি তার সাপোর্ট বন্ধ করে দেয়, তাহলে সেই ফোনে আর হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্স ব্যবহার করা যাবে না। ঠিক যেমন পাসকী সাপোর্ট থেকে শুরু করে নতুন ভাবে ডিজ়াইন করা ইন্টারফেস, মাল্টি-অ্যাকাউন্ট ফাংশনালিটির মতো নতুন ফিচারগুলি ব্যবহার করা যাবে না।