Xiaomi HyperOS: সব Xiaomi ফোনে MIUI অতীত হতে চলেছে, নতুন HyperOS সম্পর্কিত জরুরি 5 তথ্য

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 29, 2023 | 2:30 PM

MIUI vs HyperOS: এতদিন ধরে যে MIUI সিস্টেমে শাওমি, রেডমি ও পোকো ফোনগুলি চলত, সেই সিস্টেমকে চিরবিদায় জানাতে চলেছে চিনা টেক জায়ান্টটি। ইন্টেলিজেন্ট কানেক্টিভিটি থেকে এন্ড টু এন্ড সিকিওরিটি পর্যন্ত একাধিক বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে এই নতুন HyperOS নিয়ে এসেছে শাওমি। তার থেকেও বড় কথা হল, MIUI-র থেকে অনেকটাই বেশি লাইটার ও ফাস্টার হতে চলেছে HyperOS।

Xiaomi HyperOS: সব Xiaomi ফোনে MIUI অতীত হতে চলেছে, নতুন HyperOS সম্পর্কিত জরুরি 5 তথ্য
শাওমির নতুন অপারেটিং সিস্টেম।

Follow Us

Xiaomi একটি নতুন অপারেটিং নিয়ে আসছে, যার নাম HyperOS। শাওমির সমস্ত ডিভাইস এবার থেকে এই অপারেটিং সিস্টেম দ্বারাই চালিত হবে। এতদিন ধরে যে MIUI সিস্টেমে শাওমি, রেডমি ও পোকো ফোনগুলি চলত, সেই সিস্টেমকে চিরবিদায় জানাতে চলেছে চিনা টেক জায়ান্টটি। ইন্টেলিজেন্ট কানেক্টিভিটি থেকে এন্ড টু এন্ড সিকিওরিটি পর্যন্ত একাধিক বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে এই নতুন HyperOS নিয়ে এসেছে শাওমি। তার থেকেও বড় কথা হল, MIUI-র থেকে অনেকটাই বেশি লাইটার ও ফাস্টার হতে চলেছে HyperOS। অর্থাৎ অপারেটিং সিস্টেমটি পুরোদস্তুর পারফরম্যান্স নির্ভর হতে চলেছে। এছাড়া এর ফার্মওয়্যার সাইজ়ও খুব কম। MIUI 14 যেখানে 13.09GB ছিল, ঠিক সেখানেই এই HyperOS 8.75GB-র। পাশাপাশিই আবার এই নতুন অপারেটিং সিস্টেমে এবার দেওয়া হচ্ছে ব্র্যান্ড-নিউ ইউজ়ার ইন্টারফেস। HyperOS সম্পর্কে জরুরি 5 তথ্য জেনে নেওয়া যাক।

Xiaomi HyperOS: 5 পয়েন্টে জরুরি সব তথ্য

1) ইউজ়ার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম

বিগত 13 বছর ধরে প্রায় 1.1 বিলিয়ন ইউজ়ারকে নিজেদের ক্লাবের সদস্য করেছে Xiaomi। এখন ইন্টারনেট অফ থিংসের জমানায় এই বিপুল সংখ্যক ডিভাইসের অপারেটিং সিস্টেমকে সামলানোর কাজটা সংস্থার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। সেই পরিস্থিতিকেই নিয়ন্ত্রণ করতে 2017 সাল থেকেই HyperOS তৈরির কাজ শুরু করে দিয়েছিল শাওমি। এই লেটেস্ট অপারেটিং সিস্টেমকে সংস্থাটি ‘হিউম্যান সেন্ট্রিক’ বলছে। অর্থাৎ এক্কেবারে ইউজারের সহজে ব্যবহার উপযোগী করে তোলার কথা ভেবে তৈরি করা। মডার্ন, স্ট্রিমলাইট ডিজ়াইন ল্যাঙ্গুয়েজ এবং একাধিক অত্যাধুনিক ফিচার্স থাকার ফলে অপারেটিং সিস্টেমটি আক্ষরিক অর্থেই ইউজ়ার ফ্রেন্ডলি হয়ে উঠেছে। এর দ্বারা ডিভাইস সুইচিং যেমন সম্ভব হবে, তেমনই আবার ডেটা ও অ্যাপসের রিমোট অ্যাক্সেস থেকে শুরু করে স্পিচ জেনারেশন, ইমেজ সার্চ এবং আর্টওয়ার্ক ক্রিয়েশনের মতো একাধিক AI ফিচার্সও থাকছে এতে।

2) অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্টের উপরে ভিত্তি করে তৈরি

Xiaomi এর HyperOS হল হালকা ওজনের, দক্ষ অপারেটিং সিস্টেম যা অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট (AOSP) এর উপর ভিত্তি করে। অর্থাৎ এটি Google এর Android পরিষেবাগুলির উপর নির্ভরশীল নয় এবং ডেভেলপাররা এটিকে Xiaomi-র নির্দিষ্ট প্রয়োজন অনুসারে তৈরি করে নিতে পারবেন। HyperOS কম শক্তিশালী হার্ডওয়্যার সহ ডিভাইসগুলিতে মসৃণভাবে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এটি বাজেট-ফ্রেন্ডলি Xiaomi ডিভাইসগুলির জন্য সেরা অপশন হতে পারে।

3) HyperOS-এর জরুরি ফিচার্স

এককথায়, HyperOS হল MIUI-এর রিফাইনড ভার্সন, যা পারফরম্যান্স নির্ভর। এআই ফিচার্স, কানেক্টিভিটি এবং সিকিওরিটির দিক থেকে অপারেটিং সিস্টেমটি ঢেলে সাজানো হয়েছে। অ্যাপ লোডিং, ব্যাকগ্রাউন্ড মেমোরি রিটেনশন, ডিস্ক ল্যাটেন্সি কমিয়ে,মসৃণ অ্যানিমেশন অফার করতে পারে। এর দ্বারা ফোনের রিয়ার ক্যামেরাকে আপনি যেমন ওয়েব ক্যাম হিসেবে কাজে লাগাতে পারে, তেমনই আবার এআই জেনারেটেড টেক্সট, ফটো থেকে টেক্সট ক্যাপচার, ডুডল টু পেইন্টিং কনভার্সেশন সহ একাধিক জরুরি বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে। ডেটা শেয়ারিংয়ের কাজটিও এই অপারেটিং সিস্টেম অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে পারে।

4) যে সব ডিভাইস সাপোর্ট করবে

প্রায় সমস্ত শাওমি ডিভাইসেই এই অপারেটিং সিস্টেমটি সাপোর্ট করবে। সেই তালিকায় রয়েছে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট হোম প্রোডাক্ট, গাড়ি, স্ট্রিমলাইন ডিভাইস ম্যানেজমেন্ট সহ সমস্ত শাওমি ইকোসিস্টেমেই কাজ করবে। HyperOS-এর ডোমেস্টিক ভার্সনের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে 26 অক্টোবর থেকেই। ডিসেম্বর থেকে রোলআউট শুরু হবে বিভিন্ন ডিভাইসের জন্য।

5) কবে নাগাদ রোলআউট করবে

HyperOS এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। প্রাথমিক ভাবে চিনে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro ফোন দুটিতে এই অপারেটিং সিস্টেমটি দেওয়া হয়েছে। ডিসেম্বরে অন্যান্য সব শাওমি ডিভাইসে এই OS দেওয়া হবে।

Next Article