Indian Operating System: Google ও Apple-কে টক্কর দিতে ‘সুরক্ষিত’ দেশি অপারেটিং সিস্টেম নিয়ে আসছে কেন্দ্র
Google ও Apple-কে টেক্কা দিতেই নিজস্ব দেশি অপারেটিং সিস্টেমে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে ঠিকই। কিন্তু তার থেকেও অনেক বেশি এমন একটা অপারেটিং সিস্টেম নিয়ে আসতে চলেছে কেন্দ্র, যার মাধ্যমে আখেরে দেশবাসীর তথ্য নিরাপদে থাকে।
Indian OS: নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে আসতে আদা-জল খেয়ে মাঠে নেমেছে ভারত সরকার। কেন্দ্রের এই পদক্ষেপ শুনে আপনার মনে হতে পারে, Google ও Apple-কে টেক্কা দিতেই নিজস্ব দেশি অপারেটিং সিস্টেমে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু তার থেকেও অনেক বেশি এমন একটা অপারেটিং সিস্টেম নিয়ে আসতে চলেছে কেন্দ্র, যার মাধ্যমে আখেরে দেশবাসীর তথ্য নিরাপদে থাকে। সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা সংবাদমাধ্যম বিজ়নেস স্ট্যান্ডার্ড-এর কাছে জানিয়েছেন, ওই Indian OS সুরক্ষিত অপারেটিং সিস্টেম ব্যবহারের অভিজ্ঞতা দেওয়ার সঙ্গে Google ও Apple-এর মতো OS জায়ান্টদেরও টক্কর দেবে।
ওই সিনিয়র সরকারি আধিকারিক দাবি করেছেন, “বিশ্বের বৃহত্তম মোবাইল ডিভাইসের মার্কেট হল ভারত। আমাদের লক্ষ্য হল একটি সুরক্ষিত ভারতীয় মোবাইল অপারেটিং সিস্টেম নিয়ে আসা, যা দেশের মার্কেটে Android এবং iOS-এর একচ্ছত্র আধিপত্যের বাইরে গিয়ে দেশবাসীর সামনে একটা আলাদা অপশন যোগ করতে পারে।”
বর্তমানে Google-এর অ্যান্ড্রয়েডের 97 শতাংশ শেয়ার রয়েছে, সেই জায়গায় Apple-এর শেয়ার আর একটু কম। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় সেই অপারেটিং সিস্টেমটির নাম হতে চলেছে IndOS। সরকারি ওই অধিকর্তা জানিয়েছেন, সাইড লোডিং অ্যাপের মাধ্যমে যাতে গ্রাহকদের কোনও বিপদে না পড়তে হয় এবং সর্বোপরি একটা অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করতে Google বা OEM (Original Equipment Manufacturer)-এর কাঁধে দায়িত্বভার না থাকে, এই সব বিষয় মাথায় রেখে অপারেটিং সিস্টেম তৈরি করছে ভারত সরকার।
তবে অ্যান্ড্রয়েড ফোন নির্মাতারা ব্যবহারকারীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বলে জানা গিয়েছে। সংস্থাগুলি বলছে, তারা কেবল ডিভাইসগুলি তৈরি করছে এবং তার জন্য ওয়ারান্টি সহযোগে বিক্রয়ের পরবর্তী পরিষেবাগুলি দিতেই বদ্ধপরিকর। OEM-রা দাবি করছে, ব্যবহারকারীদের নিরাপত্তার যত্ন নেওয়া Google-এর দায়িত্ব। কারণ, অ্যান্ড্রয়েড এই টেক জায়ান্টেরই অপারেটিং সিস্টেম।
সরকারের কাছে সবথেকে চিন্তার বিষয় হল, ক্ষতিকারক সাইডলোডেড অ্যাপগুলি নিয়ে। কারণ, এই অ্যাপগুলি থেকেই সবথেকে বেশি পরিমাণে সাইবার ক্রাইমের ঘটনা ঘটে। এখন এই সাইডলোডেড অ্যাপগুলির রক্তচক্ষু থেকে গ্রাহকদের Google সুরক্ষিত না করলে, কে করবে? তাই, দায়িত্বটা সম্পূর্ণ ভাবে সরকারের কাছেই চলে যায়। প্রসঙ্গত, Google India এই মুহূর্তে Android ফোনের ক্ষেত্রে তার অন্যায্য এবং প্রতিযোগিতা বিরোধী অনুশীলের জন্য 1,338 কোটি টাকার জরিমানা মামলার সঙ্গে মোকাবিলা করছে।
এখন সবথেকে বড় প্রশ্নটি হল, স্মার্টফোন মেকাররা কি আদৌ তাদের ফোনে ভারতীয় অপারেটিং সিস্টেম দিতে প্রস্তুত? সূত্র বলছে, Android ফোন প্রস্তুতকারক সংস্থাগুলিও বিশ্বাস করছে, একটা দেশি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের আরও বেশি পরিমাণে সুরক্ষা এবং নিরাপত্তা দিতে পারবে। দেশি অপারেটিং সিস্টেম তৈরি হলেই ভারতীয়দের সাইবার নিরাপত্তা নিশ্ছিদ্র হবে বলে মনে করছে ফোন প্রস্তুতকারক সংস্থাগুলি।
বিশেষজ্ঞ মহল দাবি করছে, Google-ও পরবর্তীতে তার অ্যান্ড্রয়েডের জন্য বর্তমান মডেলটির পরিবর্তন করতে পারে। এই মুহূর্তে গুগল OEMগুলিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অফার করে এবং তার পরিবর্তে তাদের কাছ থেকে অ্যাপ সহ অন্যান্য সুবিধাগুলি দিতে বলে।