AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PAN Aadhaar Linking Update: আপনার বয়স্ক মা-বাবার জন্যও কি Aadhaar PAN লিঙ্ক বাধ্যতামূলক? জেনে নিন

Aadhaar PAN Linking Super Senior Citizens: যাঁদের বাড়িতে 80 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষজন রয়েছেন, তাঁদেরও PAN Aadhaar Link করতে হবে? এই বিষয়ে যাবতীয় তথ্য এখনই জেনে নিন। কারণ, 31 মার্চ আর খুব একটা দেরি নেই।

PAN Aadhaar Linking Update: আপনার বয়স্ক মা-বাবার জন্যও কি Aadhaar PAN লিঙ্ক বাধ্যতামূলক? জেনে নিন
বাড়ির বয়স্কদেরও কি প্যান-আধার লিঙ্ক করতে হবে?
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 4:28 PM
Share

PAN Card ভারতীয়দের জন্য অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট। কিন্তু সেই জরুরি ডকুমেন্টই আপনি যদি এখন Aadhaar Card-এর সঙ্গে লিঙ্ক না করেন, তাহলে তা অকেজো হয়ে যেতে পারে। দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট Aadhaar PAN Link বাধ্যতামূলক করেছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে পিছিয়ে যাওয়ার পর এবার সেই আধার প্যান লিঙ্ক করার ডেডলাইন 31 মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। এই সময় কালের মধ্যে দেশের যে সব নাগরিক এই দুই পরিচয়পত্র লিঙ্ক করবেন না, তাঁদের প্যান কার্ড যেমন নিষ্ক্রিয় হয়ে যাবে। তেমনই আবার পরবর্তীতে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করতে গেলে তাঁদের 1,000 টাকা জরিমানাও দিতে হবে। এই PAN Aadhaar Linking নিয়ে খুব স্বাভাবিক ভাবেই কয়েকটা প্রশ্ন উঠে আসে। প্রথমত, সকলের জন্যই কি এই লিঙ্কিংয়ের কাজটি বাধ্যতামূলতক? যাঁদের বাড়িতে 80 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষজন রয়েছেন, তাঁদেরও কি এই কাজটি করতে হবে? দ্বিতীয়ত, প্যান ও আধার কার্ড লিঙ্কিং থেকে ছাড় পাবেন কারা, অর্থাৎ কাদের এই কাজটি করতে হবে না? সেই সব তথ্যই জেনে নেওয়া যাক।

PAN Aadhaar Link কাদের করার দরকার নেই?

1) জম্মু ও কাশ্মীর, অসম এবং মেঘালয়ের মানুষজনকে PAN Card-এর সঙ্গে Aadhaar Card Link করতে হবে না।

2) 1961 সালের আয়কর আই অনুযায়ী, দেশের যেসব মানুষকে নন-রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন হিসেবে গণ্য করা হয়, তাঁদের Aadhaar PAN Link করার দরকার হবে না।

3) 80 বছরের বেশি বয়স যাঁদের, তাঁদের এই দুই পরিচয়পত্র লিঙ্ক করতে হবে না।

4) যাঁরা ভারতের নাগরিক নন, তাঁদেরও এই কাজ করা বাধ্যতামূলক নয়।

Aadhaar PAN Link কাদের জন্য বাধ্যতামূলক

জম্মু ও কাশ্মীর, অসম এবং মেঘালয় বাদ দিয়ে দেশের সমস্ত মানুষকে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। পাশাপাশি, যাঁরা নন-রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন নন, তাঁদের জন্যও এই লিঙ্কিংয়ের কাজটি বাধ্যতামূলক। এছাড়াও 80 বছরের কম বয়সী সকল ভারতীয়কেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে।

PAN Aadhaar Link করবেন কীভাবে?

1) প্রথমেই আপনাকে যেতে হবে ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং পোর্টালে।

2) হোম পেজের বাঁ-দিকে কুইক লিঙ্কের ভিতরে দেখতে পাবেন Link Aadhaar অপশন, সেখানে ক্লিক করুন।

3) সেখানে PAN ও Aadhaar নম্বর দিয়ে Valid বাটনে ক্লিক করুন।

4) এবার যদি আপনাকে প্যান কার্ড ও আধার কার্ড ভ্যালিড দেখানো হয় এবং আপনি আপনার নাম ও অন্যান্য যে সব তথ্য দিয়েছেন, সেগুলি যদি আপনার প্যান ও আধারের রেকর্ডের সঙ্গে ম্যাচ করে, তাহলে ‘Link Now’ বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার PAN Aadhaar Link প্রক্রিয়াটি সফল ভাবে সম্পন্ন হবে।

5) এখন যদি লিঙ্কিংয়ের প্রক্রিয়াটি সফল ভাবে হয়, তাহলে আপনাকে একটি মেসেজ দেখানো হবে। সেখানেই লেখা হবে যে, আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সফল ভাবে লিঙ্ক করা গিয়েছে।