জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace লঞ্চ হল ভারতে, দাম শুরু ১.০৫ কোটি টাকা থেকে
জানা গিয়েছে তিনটি ট্রিম S, SE এবং HSE- এ পাওয়া যাবে জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace।
জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি লঞ্চ করেছে ভারতে। এই গাড়ির মডেলের নাম I-Pace। আজ অর্থাৎ ২৩ মার্চ মঙ্গলবার লঞ্চ হয়েছে এই গাড়ি। এর আগে শোনা গিয়েছিল, ৯ মার্চ এই গাড়ি লঞ্চ হবে ভারতে। এরপর অবশ্য লঞ্চ ইভেন্ট পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ২৩ মার্চ ভারতে লঞ্চ হয়েছে জাগুয়ার ল্যান্ড রোভারের ইলেকট্রিক এসইউভি I-Pace।
এর আগে ভারতে লঞ্চ হয়েছিল মার্সিডিজ বেঞ্জ EQC। এটিই ছিল দেশের প্রথম লাক্সারি ইলেকট্রিক এসইউভি। এই তালিকায় দ্বিতীয় গাড়ি হিসেবে জুড়ল জাগুয়ার EQC- এর নাম। গতবছর অর্থাৎ ২০২০ সালের নভেম্বর মাস থেকেই এই গাড়ির জন্য প্রিবুকিং অপশন খুলে দিয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া। আজ লঞ্চের পর থেকেই শুরু হবে গাড়ির ডেলিভারি।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই সমস্ত ইলেকট্রিক এসইউভি- র তালিকায় দিয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া। সেখানে গাড়ির ফিচার সম্পর্কেও তথ্য রয়েছে। জানা গিয়েছে তিনটি ট্রিম S, SE এবং HSE- এ পাওয়া যাবে জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace। জানা গিয়েছে, I-Pace এস ট্রিমের দাম ১.০৫ কোটি টাকা। SE trim- এর দাম ১.০৮ কোটি টাকা। আর টপ রেঞ্জের HSE trim- এর দাম ১.১২ কোটি টাকা।
ইলেকট্রিক গাড়ি হওয়ায় জাগুয়ার I-Pace- এর ক্ষেত্রে রয়েছে ব্যাটারির ওয়ারেন্টি। ৮ বছর/১.৬০ লক্ষ কিলোমিটার। ৫ বছরের সার্ভিস প্যাকেজ। ৫ বছরের রোডসাইড অ্যাসিসট্যান্স এবং 7.4kW এসি ওয়াল বক্স চার্জার— এই সব সুবিধা দিচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ২০২৫ সালের মধ্যে জাগুয়ার I-Pace তাদের সমস্ত গাড়িই ইলেকট্রিক করে ফেলার কথা ঘোষণা করেছে।
গাড়ির ডিজাইন-
জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace- এ রয়েছে একটি আয়তাকার সিঙ্গল পিস ফ্রন্ট গ্রিল। সেই সঙ্গে রয়েছে twin-pod এলইডি হেডল্যাম্প এবং integrated LED DRL। এছাড়াও রয়েছে স্লোপিং রুফ, র্যাকড উইন্ডশিল্ড, স্লিক এলইডি টেল ল্যাম্প। অ্যালয় হুইল, সানরুফ এবং আরও অনেক কিছু। গাড়ির হেডল্যাম্পে থাকবে Matrix technology।
মোট ১২টি রঙের শেডে পাওয়া যাবে জাগুয়ারের এই বিলাসবহুল এসইউভি গাড়ি। Caldera Red, Santorini Black, Yulong White, Indus Silver, Firenze Red, Caesium Blue, Borasco Grey, Eiger Grey, Portofino Blue, Farallon Pearl Black, Aruba— এই ১২টি কালার শেডে পাওয়া যাবে জাগুয়ার I-Pace।
লম্বায় এই গাড়ি ৪৬৮২ মিলিমিটার আর চওড়ায় ২১৩৯ মিলিমিটার। উচ্চতা ১৫৬৬ মিলিমিটার। হুইলবেস স্ট্যান্ড ২৯৯০ মিলিমিটারের। আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৪ মিলিমিটার। জাগুয়ারের নতুন ইলেকট্রিক গাড়ি I-Pace একবার অর্থাৎ সিঙ্গল চার্জে ৪৮০ কিলোমিটার সফর করতে পারবে। ০ থেকে ১০০ কিলোমিটার/প্রতি ঘণ্টা স্পিড তুলতে পারে মাত্র ৪.৮ সেকেন্ডে।