‘আমার বিয়ে…’, প্রথম ছবি মুক্তির পরেই গোপন কথা ফাঁস করলেন অহনা?
"আমি চাই তুমিও জীবনে সফল হও যাতে কোনও এক দিন তুমি আর আমি বসে মানুষকে তোমার লড়াইয়ের গল্প শোনাতে পারি।" আবেগপ্রবণ দীপঙ্কর রায়। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? গত এক বছরে তাঁকে প্রায় সবাই চিনে গিয়েছেন। রূপটান শিল্পী হিসাবে তাঁকে চেনেন ইন্ডাস্ট্রির সবাই।

“আমি চাই তুমিও জীবনে সফল হও যাতে কোনও এক দিন তুমি আর আমি বসে মানুষকে তোমার লড়াইয়ের গল্প শোনাতে পারি।” আবেগপ্রবণ দীপঙ্কর রায়। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? গত এক বছরে তাঁকে প্রায় সবাই চিনে গিয়েছেন। রূপটান শিল্পী হিসাবে তাঁকে চেনেন ইন্ডাস্ট্রির সবাই। তবে অভিনেত্রী অহনা দত্তর সঙ্গে তাঁর সম্পর্কও খুবই আলোচিত। ২০ ডিসেম্বর মুক্তি পেল অহনা অভিনীত প্রথম বাংলা ছবি ‘সন্তান’।
যে ছবিতে তাঁকে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দেখবেন দর্শক। ছোট পর্দায় খলনায়িকা হিসাবে নিজের জায়গা পোক্ত করেছেন। বড় পর্দায়ও তাঁর চরিত্র খানিকটা নেতিবাচক। তবে প্রেমিকাকে প্রথম বার বড় পর্দায় দেখে গদগদ প্রেমিক দীপঙ্কর। তাঁরা অনেক দিন ধরে একসঙ্গে থাকেন। একত্রবাসে আছেন তাঁরা। দীপঙ্কর লেখেন, “অনেক অনেক শুভ কামনা তোমার প্রথম সিনেমা “সন্তান” এর জন্য আর সেই সব মানুষ কে অনেক ধন্যবাদ যারা তোমাকে এই সুযোগ দিয়েছেন। সন্তান অসম্ভব ভালো একটা সিনেমা এই সিনেমা আপনার আমার সবার কথা বলে।সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন কথা দিচ্ছি ভাল লাগবে।”
View this post on Instagram
উল্লেখ্য, অহনার সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ‘অনুরাগের ছোঁয়া’সিরিয়ালে অভিনয়ের সূত্রে দীপঙ্করের সঙ্গে প্রেম হয় অহনার। কিন্তু তাঁদের প্রেম মেনে নিতে পারেননি অহনার মা। বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী। সেই থেকে একত্রবাসে রয়েছেন তাঁরা। মায়ের সঙ্গে সে ভাবে কোনও সম্পর্ক নেই। সম্প্রতি ছবির প্রচারের সময় অভিনেত্রী বলেন, “আমি এখন শুধু সন্তান চাই। আমি শুধু সন্তান নিয়ে কথা বলব। সন্তান সবাইকে দেখাতেও চাই। আমি ছবির কথা বলছি আর কী। আশা করি সবার ভালোলাগবে।” সাক্ষাত্কারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল বিয়ে নিয়ে তাতেই অহনা জবাব দেন তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। যদিও বিয়ের কোনও ছবি প্রকাশ্যে দেখা যায়নি।
