‘খাদান’ মুক্তির দিনই দেবকে নিয়ে কোন ইচ্ছে প্রকাশ করলেন জিৎ?
Tollywood Inside: দেবের আবারও বাণিজ্যিক ছবিতে কামব্যক। খাদান-এর মতো ছবিতে তাঁকে গত চার বছরে দেখা যায়নি। অন্যস্বাদের অন্য ঘরানার ছবি নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। এবার রাজার মতো পর্দায় ঝড় তুলতে হাজির দেব।

টলিপাড়ার দুই সুপারস্টার দেব-জিৎ। যাঁদের নিয়ে দর্শক মনে একটাই প্রশ্ন, আবার কবে একসঙ্গে দেখা যাবে? দুই পৃথিবীই প্রথম, আর সেটাই আপাতত শেষ। যেখানে দেব ও জিতকে একসঙ্গে দেখা গিয়েছে। তারপর থেকেই অপেক্ষায় দিনগুনছেন সকলে। সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীও এই জুটিকে নিয়ে মুখ খুলেছেন। TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী বলেছিলেন, “এবার দেব-জিৎ-এর একসঙ্গে ছবি করা উচিত। বাংলার কমার্শিয়াল ছবির জন্য এটা সব থেকে বড় প্রাপ্তী হবে।” তাতেই যেন আরও শুপ্ত বাসনা জেগে ওঠে বাংলা ছবি প্রেমী দর্শকদের। এবার কি সত্যি, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে? খাদান মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অভিনেতা জিৎ?
দেবের আবারও বাণিজ্যিক ছবিতে কামব্যক। খাদান-এর মতো ছবিতে তাঁকে গত চার বছরে দেখা যায়নি। অন্যস্বাদের অন্য ঘরানার ছবি নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। এবার রাজার মতো পর্দায় ঝড় তুলতে হাজির দেব। তাঁকেই শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখলেন, “নতুন পরিচালক সুজিত দত্ত রিনো পরিচালিত খাদান। দেব, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য, স্নেহা বসু এবং অন্যান্য অভিনীত ছবির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।”
নতুন পরিচালক @soojitduttarino, পরিচালিত #Khadaan, @idevadhikari @jisshusengupta#Idhikapaul #Barkhabisht #John #sneha ও অন্যান্য অভিনীত ছবির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো, ব্যক্তিগত ভাবে দেবকে mass কমার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই |@surinderfilms & @devpl_official
— Jeet (@jeet30) December 19, 2024
তবে এখানেই থামলেন না জিৎ। এরপর মনের কথা খোলা চিঠিতে দেবের উদ্দেশে জানিয়ে দিলেন অভিনেতা। লিখলেন, “ব্যক্তিগত ভাবে দেবকে মাস কমার্শিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই।” তবে এটা কেবল জিতের একার মনের কথা নয়। জিতের পাশাপাশি বহু বাংলা সিনেমা অনুরাগীদেরও এই একটাই চাওয়া, দেবকে আবারও অ্যাকশন লুকে পর্দায় দেখা। এখন দেখার খাদান বক্স অফিসে সেই ঝড় ধরে রাখতে পারে কি না।
