Jio Cinema App: বিনামূল্যে অ্যাপ ডাউনলোড, FIFA বিশ্বকাপে রেকর্ড সংখ্যক ভিউয়ার্স Jio Cinema অ্যাপে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 20, 2022 | 1:12 PM

Most Downloaded App: বিশ্বকাপ ফাইনালের দিন 32 মিলিয়ন মানুষ জিও সিনেমায় খেলা দেখেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দর্শকই ছিল ভারত থেকে। ফাইনালের দিন টিভিকে ছাপিয়ে গেল এই ডিজিটাল প্ল্যাটফর্ম৷

Jio Cinema App: বিনামূল্যে অ্যাপ ডাউনলোড, FIFA বিশ্বকাপে রেকর্ড সংখ্যক ভিউয়ার্স Jio Cinema অ্যাপে

Follow Us

FIFA World Cup 2022: 1986 সালের পর 2022 সালে ফের ট্রফি হাতে নিল আর্জেন্টিনা। 36 বছরের যন্ত্রণা এক লহমায় মুছে গেল। ফ্রান্সের মতো প্রতিপক্ষের সামনে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে বিশ্বজয়। এ যেন এক স্বপ্নের সফর শেষ হল। এই বিশ্বকাপই শেষ। 2026-এর বিশ্বকাপে আর খেলবেন না লিওনেল মেসি। জানিয়েছিলেন সেমিফাইনালের পরেই। এক অসাধারণ বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এমন ম্যাচ ফুটবল ইতিহাসে আগে দেখা গেলেও তা সংখ্যায় কম। শুধু এদিনের খেলা নয়, সেইসঙ্গে রেকর্ড গড়ল জিও সিনেমাও (Jio Cinema)। যদিও এই ডিজিটাল দুনিয়ায় তা অসম্ভব কিছু নয়।

প্রথম ম্যাচ দেখার সময় মুহূর্তে মুহূর্তে বাফারিং থেকে শুরু করে কমেন্ট্রি শুনতে না পাওয়া, দশ মিনিটের মতো টানা খেলা দেখতে না পাওয়ার অভিজ্ঞতা হয় অনেকেরই। ফলে জিও সিনেমার উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মানুষ। ফেসবুক এবং ট্যুইটারে প্রবল জনরোষের মুখেও পড়তে হয়েছিল জিও সিনেমাকে। যার জেরে ক্ষমাও চেয়েছিলেন তারা। সেখান থেকে এমন রেকর্ড, শ্রেষ্ঠত্ব।

ফাইনালের দিন টিভিকে ছাপিয়ে গেল এই ডিজিটাল প্ল্যাটফর্ম৷ বিশ্বকাপ ফাইনালের দিন 32 মিলিয়ন মানুষ জিও সিনেমায় খেলা দেখেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দর্শকই ছিল ভারত থেকে। এই পরিমান উন্মাদনা এর আগে কখনও দেখা যায়নি। সারা পৃথিবীর মোট 110 মিলিয়নেরও বেশি মানুষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেছেন।

এই প্রসঙ্গে জিও সিনেমার তরফে জানানো হয়,’এটি ডিজিটালের শক্তি। যার ফলে দর্শকরা তাঁদের প্রিয় ইভেন্টগুলি সহজেই দেখতে পান। বিশ্বকাপ শুরুর সময় থেকেই প্রচুর মানুষ জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করেছে। বিশ্বকাপের দিন থেকে শুরু করে বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করার নিরিখে শীর্ষে রয়েছে জিও সিনেমা। ইংরেজি, হিন্দি, তামিল, মালায়লাম এবং বাংলা-সহ একাধিক ভাষায় লাইভ স্ট্রিমিং করা হয়েছে। আমরা দর্শকদের ফিফা বিশ্বকাপ কাতার 2022-এর বিশ্ব-মানের উপস্থাপনায় সহজে অ্যাক্সেস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যার ফলেই ভারত অংশগ্রহণ না করা সত্ত্বেও এই টুর্নামেন্টটি ডিজিটালে সর্বাধিক দেখা বিশ্ব ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে।’

Next Article