AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LENOVO M10 5G ট্যাব ভারতে লঞ্চ হতেই হিট, ফুল চার্জে সিনেমা দেখবেন টানা 12 ঘণ্টা

LENOVO M10 5G Price: কোম্পানির দাবি, এই LENOVO M10 5G ট্যাবলেটটিতে আপনি 5G কানেকশন ব্যবহার করতে পারবেন। এতে রয়েছে Snapdragon 695 5G চিপসেট। এই নতুন ট্যাবলেটটিতে ভিডিয়ো স্ট্রিমিং-এ কোনও রকম সমস্যা হবে না।

LENOVO M10 5G ট্যাব ভারতে লঞ্চ হতেই হিট, ফুল চার্জে সিনেমা দেখবেন টানা 12 ঘণ্টা
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 11:42 AM
Share

LENOVO M10 5G Features: Lenovo ভারতীয় বাজারে একের পর এক ডিভাইস এনে চলেছে। ডিভাইসগুলি কম দামের হওয়ায় কোম্পানির জনপ্রিয়তাও তুঙ্গে। আর সেই জনপ্রিয়তাকে বজায় রাখতেই Lenovo ভারতে M10 5G ট্যাবলেট লঞ্চ করেছে। এতে প্রচুর ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির অন্য সব ট্যাবলেটের তুলনায় এতে অন্যান্য অনেক ফিচার ব্যবহার করা হয়েছে। এতে 10.61 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এছাড়া এই ট্যাবলেটটিতে 4 জিবি + 128 জিবি এবং 6 জিবি + 128 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। এর ডিসপ্লের রেজোলিউশন 2000×1200 পিক্সেল।

দাম কত আর কোথা থেকে কিনবেন?

এই ট্যাবটি Lenovo-এর অফিসিয়াল ওয়েবসাইট (LENOVO), অনলাইন এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে। ট্যাবলেটটি আজ অর্থাৎ 15ই জুলাই কিনতে পারবেন। Amazon India থেকে 24,999 টাকায় কেনা যাবে।

এতে কী কী ফিচার রয়েছে?

কোম্পানির মতে, এই ট্যাবের ওজন প্রায় 490 গ্রাম। এতে ব্যাটারি ব্যাকআপ রয়েছে। এছাড়াও এতে রয়েছে 7,700 mAh ব্যাটারি। সম্পূর্ণ চার্জে 12 ঘন্টা ভিডিয়ো দেখতে পারবেন। লেনোভো ইন্ডিয়ার প্রধান সুমতি সেহগাল জানান, এটি একটি হালকা ওজনের আল্ট্রা-পোর্টেবল ট্যাবলেট। এছাড়াও এই ট্যাবটি হালকা ওজনের। তাই কোথাও নিয়ে যেতে কোনও রকম সমস্য হবে না।

5G-এর হাই স্পিড সাপোর্ট পাবেন:

কোম্পানির দাবি, এই LENOVO M10 5G ট্যাবলেটটিতে আপনি 5G কানেকশন ব্যবহার করতে পারবেন। এতে রয়েছে Snapdragon 695 5G চিপসেট। এই নতুন ট্যাবলেটটিতে ভিডিয়ো স্ট্রিমিং-এ কোনও রকম সমস্যা হবে না। আপনি ট্যাব থেকে ভিডিয়ো কল করতে পারবেন, এর ডাউনলোডিং স্পিড খুবই ভাল। এছাড়াও এই ট্যাবটিতে আপনি ক্লাউডে লাইটওয়েট গেম খেলতে পারবেন।

ট্যাবে ফেস লক সুবিধাও দেওয়া হয়েছে। এই ট্যাবটিতে (LENOVO M10 5G) একটি ইমারসিভ রিডিং মোডও রয়েছে, যাতে আপনি ডিজিটাল লাইব্রেরি থেকে পড়তে পারেন।