CES 2024 অর্থাৎ কনজিউমার ইলেকট্রনিক্স শো 2024-এ একের পর এক আশ্চর্যজনক গ্যাজেটকে সামনে আনা হচ্ছে। এই শোতে এলজি একটি নতুন টিভি লঞ্চ করেছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। যদিও কোম্পানি প্রতি বছর সিইএস-এ টিভি লঞ্চ করে, তবে এবার তার এই টিভিতে বিশেষ কিছু আছে। এবার কোম্পানিটি একটি ওয়্যারসেল ট্রান্সপারেন্ট টিভি বাজারে এনেছে (Transparent TV LG Signature)। অর্থাৎ এলজি সিগনেচার ওএলইডি টি লঞ্চ করেছে।
তালিকায় যে শুধুই LG রয়েছে, তা একেবারেই নয়। Samsung-ও তার ট্রান্সপারেন্ট ডিসপ্লে টিভি চালু করেছে। LG তার M এবং G সিরিজ আপডেট করেছে এবং কনজিউমার ইলেকট্রনিক্স শো 2024-এ প্রথম ওয়্যারলেস ট্রান্সপারেন্ট OLED টিভিকে সামনে এনেছে। এই টিভিটিতে 4K রেজোলিউশন এবং LG এর ওয়্যারলেস অডিয়ো-ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এই LG টিভিতে বিশেষ কী আছে?
এই LG ইউনিটে একটি কনট্রাস্ট স্ক্রিন দেওয়া হয়েছে, যা একটি বাক্সে রোল আপ করা হয়েছে। আপনি শুধুমাত্র একটি বোতাম দিয়ে এটি ভিতরে বা বাইরে করে নিতে পারবেন। এই OLED TV-তে কোম্পানি সর্বশেষ Alpha 11 AI প্রসেসরের ব্যবহার করেছে, যা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় 4 গুণ ভাল পারফরম্যান্স দেবে বলেই দাবি কোম্পানির। কোম্পানির মতে, এই OLED T মডেলটি কোম্পানির জিরো কানেক্ট বক্সে বাজারে এসেছে, যা গত বছর M3 OLED এর সঙ্গে চালু করা হয়েছিল। এই বক্সটির সাহায্যে আপনি এই তারবিহীনভাবে টিভিতে ভিডিয়ো এবং অডিয়ো পাঠাতে পারবেন।
আপনি কখন কিনতে পারবেন এই টিভি?
আপনি এই বক্সে আপনার সমস্ত স্ট্রিমিং ডিভাইস এবং গেম কনসোল কানেক্ট করতে পারবেন এবং সেগুলি টিভিতে দেখতে পারেন। OLED T মডেলে নিচের দিকে স্পিকার দেওয়া আছে। টিভিতে ব্যাকলাইট পাওয়া যায়। কোম্পানির মতে, এই টিভি অনেক অপশনে বাজারে আসবে। সবচেয়ে অবাক ব্যপার হল যখন টিভিটি বন্ধ অবস্থায় থাকে, তখন এই টিভিটিতে দেখতে মাছের অ্যাকুয়ারিয়ামের মতো লাগে।