Noise ColorFit Thrill স্মার্টওয়াচ লঞ্চ হল মাত্র 1,899 টাকায়, তাক লাগানো ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 10, 2024 | 2:33 PM

ColorFit Thrill ঘড়িটি অ্যান্ড্রয়েড ও আওইএস দুই প্ল্যাটফর্মেই যে কোনও মুহূর্তে নির্বিঘ্নে সাপোর্ট করে। চমৎকার ব্যাটারিও রয়েছে এই ঘড়িতে, যা এক চার্জে 15 দিনের ব্যাকআপ দিতে পারে। সবথেকে আকর্ষণীয় বিষয় হল এই ঘড়ির দাম। মাত্র 1,899 টাকায় এই ঘড়িটি আপনি নয়েজ়ের ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন। কয়েক দিনের মধ্যে ফ্লিপকার্ট থেকেও পাওয়া যাবে ঘড়িটি।

Noise ColorFit Thrill স্মার্টওয়াচ লঞ্চ হল মাত্র 1,899 টাকায়, তাক লাগানো ফিচার্স
দুর্দান্ত স্মার্টওয়াচ নিয়ে এল নয়েজ়।

Follow Us

Noise ভারতে একটি চমৎকার স্মার্টওয়াচ নিয়ে এল। নতুন ঘড়িটির নাম ColorFit Thrill। স্কোয়্যার ডায়ালের এই স্মার্টওয়াচটি দুর্দান্ত ডিজ়াইনের। একাধিক কেমোফ্লাজ স্ট্র্যাপের অপশন রয়েছে এতে। আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে 2.0 ইঞ্চির TFT LCD স্ক্রিন, যাতে 150+ ক্লাউড-বেসড্ ওয়াচ ফেস দেওয়া হয়েছে। Noise Tru Sync প্রযুক্তি দেওয়া হয়েছে ঘড়িটিতে, যা ব্লুটুথ কলিং সক্রিয় করতে পারে এবং চার্জ কম রয়েছে এমন পরিস্থিতিতেও অত্যন্ত দ্রুততার সঙ্গে পেয়ারিং সম্ভব।

Noise Health Suite-এর সাপোর্ট থাকার ফলে ঘড়িটি একাধিক হেল্থ মনিটরিং ফিচার দিতে পারে। SpO2 মেজ়ারমেন্ট যেমন রয়েছে, তেমনই আবার 24×7 হার্ট রেট মনিটরিং, SpO2 মেজ়ারমেন্ট, স্লিপ ট্র্যাকিং এবং স্ট্রেস ম্যানেজমেন্টের মতোও ফিচারগুলিও সাপোর্ট করে ঘড়িটি। এই স্মার্টওয়াচে রয়েছে 100টিরও বেশি স্পোর্টস মোড। পাশাপাশি এটি IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজ়িস্ট্যান্স রেটিং পেয়েছে।

ColorFit Thrill ঘড়িটি অ্যান্ড্রয়েড ও আওইএস দুই প্ল্যাটফর্মেই যে কোনও মুহূর্তে নির্বিঘ্নে সাপোর্ট করে। NoiseFit অ্যাপের সাহায্যে স্মার্টওয়াচটি আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার দিতে পারে। টেকনিক্যাল স্পেসিফিকেশনের দিক থেকে এই ঘড়িতে রয়েছে 2.0 ইঞ্চির HD TFT LCD স্ক্রিন, যা 550 নিটস ব্রাইটনেস, ব্লুটুথ v5.2 সাপোর্ট করে। এই ঘড়িতেই আপনি 10টা কন্টাক্ট সেভ করে রাখতে পারবেন, ব্লুটুথ কলিংয়ের মাধ্যমে আপনি কলও করতে পারবেন।

ডিভাইসটিতে ইন-বিল্ট মাইক্রোফোন এবং স্পিকার দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে নোটিফিকেশন ডিসপ্লে, ওয়েদার আপডেট, রিমাইন্ডার, অ্যালার্ম, ক্যামেরা কন্ট্রোল, মিউজ়িক কন্ট্রোল এবং ক্যালকুলেটারের মতো বেশ কিছু জিনিস। চমৎকার ব্যাটারিও রয়েছে এই ঘড়িতে, যা এক চার্জে 15 দিনের ব্যাকআপ দিতে পারে। সবথেকে আকর্ষণীয় বিষয় হল এই ঘড়ির দাম। মাত্র 1,899 টাকায় এই ঘড়িটি আপনি নয়েজ়ের ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন। কয়েক দিনের মধ্যে ফ্লিপকার্ট থেকেও পাওয়া যাবে ঘড়িটি।

Next Article