জানুয়ারিতেই দেশে 200MP পেরিস্কোপ ক্যামেরার ফোন আনছে Realme, লুক দেখুন শুধু

Jan 10, 2024 | 3:02 PM

Realme 12 Pro Series: Realme একটি পোস্টে নিশ্চিত করেছে, 200MP এবং পেরিস্কোপ ক্যামেরা সহ Realme-এর এই স্মার্টফোনটি জানুয়ারিতেই ভারতে লঞ্চ হবে। অর্থাৎ Realme চলতি মাসের শেষেই ভারতে Realme 12 Pro এবং 12 Pro Plus স্মার্টফোন লঞ্চ করতে পারে।

জানুয়ারিতেই দেশে 200MP পেরিস্কোপ ক্যামেরার ফোন আনছে Realme, লুক দেখুন শুধু

Follow Us

নতুন বছর শুরু হতেই Realme একটি বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছে। বহুদিনের চর্চিত একটি স্মার্টফোন অবশেষে বাজারে আনছে কোম্পানিটি। Realme ভারতে তার সর্বশেষ Realme 12 Pro সিরিজ লঞ্চ করার ঘোষণা করেছে। কোম্পানি তাদের ওয়েবসাইটে এই ফোন লঞ্চের জন্য একটি অফিসিয়াল মাইক্রোসাইট প্রকাশ করেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, এটি Flipkart-এ বিক্রি করা হবে।

কবে আসছে এই সিরিজ?

কোম্পানি Realme India-এর অফিসিয়াল X-এ একটি টিজার পোস্ট করেছে, যাতে লেখা আছে যে, জানুয়ারিতে ভারতে Realme 12 Pro সিরিজ লঞ্চ হচ্ছে। তবে কোম্পানি এখনও সঠিক লঞ্চের তারিখ ঘোষণা করেনি। এমনকী এই সিরিজ কবে আসছে , সেই লঞ্চের তারিখ ব্যবহারকারীদেরকেই অনুমান করতে বলেছে কোম্পানি। Realme-এর এই পোস্টটি নিশ্চিত করেছে, 200MP এবং পেরিস্কোপ ক্যামেরা সহ Realme-এর এই স্মার্টফোনটি জানুয়ারিতেই ভারতে লঞ্চ হবে। অর্থাৎ Realme চলতি মাসের শেষেই ভারতে Realme 12 Pro এবং 12 Pro Plus স্মার্টফোন লঞ্চ করতে পারে।


এই সিরিজে বিশেষ কী থাকবে?

বাজারে আসার আগেই এই সিরিজের চিপসেট এবং ক্যামেরা সম্পর্কে অনেকে অনেক তথ্য ফাঁস হয়েছে। আর সেই ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কোম্পানি Realme 12 Pro+ স্মার্টফোনে Snapdragon 7th Gen 2 SOC ব্যবহার করেছে। এছাড়াও X-এ Leakster Inshan Aggarwal আসন্ন Realme 12 Pro এবং 12 Pro Plus-এর ছবি শেয়ার করেছেন। এতে মোবাইলের ডিজাইন প্রকাশ করে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, কোম্পানিটি তার ডিজাইনে তেমন কোনও পরিবর্তন করেনি। সামনের দিকে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন এবং উচ্চ দ্রুত চার্জিং সমর্থন আশা করতে পারেন। এর বাক্সে আপনি একটি চার্জারও পেয়ে যাবেন। এই ফোনে 5,000mAh ব্যাটারি দেখতে পেতে পারেন। আগের মতো এর মধ্যেও আপনি গোলাকার মডিউল এবং স্ক্রিনে গোলাকার প্রান্তে ক্যামেরা সেটআপ পাবেন। Realme 12 Pro এবং 12 Pro Plus-এ 20X জুম ফিচার রয়েছে।

Next Article