Affordable 5G Mobile: আপনার বাজেটেই কিনুন 5G স্মার্টফোন, 15000 টাকার কমে পেয়ে যাবেন দুর্দান্ত সব ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 21, 2023 | 4:17 PM

5G Mobile Under 15,000: বাজারে Itel, Poco, Vivo এবং Realme-এর 5G স্মার্টফোন রয়েছে, যার দাম অনেক কম। তাই পুজোয় আপনি একটি ভাল 5G স্মার্টফোন কিনে ফেলতেই পারেন। তার জন্য প্রচুর টাকাও খরচ করতে হবে না। চলুন দেখে নেওয়া যাক সেই সব 5G স্মার্টফোনের তালিকা।

Affordable 5G Mobile: আপনার বাজেটেই কিনুন 5G স্মার্টফোন, 15000 টাকার কমে পেয়ে যাবেন দুর্দান্ত সব ফিচার

Follow Us

যখন থেকে দেশে Airtel এবং Jio-র মতো কোম্পানিগুলি 5G পরিষেবা চালু করেছে, তখন থেকেই 5G ফোনের চাহিদাও বেড়েছে। তবে অনেকেই মনে করেন, 5G ফোনের দাম অন্যান্য ফোনের তুলনায় বেশি। কিন্তু বাজারে Itel, Poco, Vivo এবং Realme-এর 5G স্মার্টফোন রয়েছে, যার দাম অনেক কম। তাই পুজোয় আপনি একটি ভাল 5G স্মার্টফোন কিনে ফেলতেই পারেন। তার জন্য প্রচুর টাকাও খরচ করতে হবে না। চলুন দেখে নেওয়া যাক সেই সব 5G স্মার্টফোনের তালিকা।

Itel P55 5G

Itel P55 5G এর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। এর 4 GB RAM এবং 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,699 টাকা। আপনি এটি ই-কমার্স সাইট থেকে কিনতে পারবেন। এতে একটি 6.6 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 1600 x 720। এর রিফ্রেশ রেট 90 Hz। এতে MediaTek Dimension 6080 SoC আছে। ফোনটিতে 6 GB পর্যন্ত RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে।

POCO M6 Pro 5G

POCO M6 Pro 5G ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর রয়েছে, পাওয়ার জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও, এই ফোনটিতে 4GB RAM এবং 64GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে। Poco-এর এই ফোনটি 10,999 টাকায় কিনে ফেলতে পারবেন।

Realme narzo 60x 5g

realme Narzo 60X 5G ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, এই ফোনে MediaTek Dimensity 610 প্রসেসর রয়েছে। realme Narzo 60X 5G তে রয়েছে 4GB RAM এবং 128GB স্টোরেজ। আপনি যদি এই ফোনটি কিনতে চান তবে আপনি এটি মাত্র 12,999 টাকায় কিনতে পারবেন।

Vivo T2x

Vivo T2x ফোনের দাম 12,999 টাকা, এই ফোনে MediaTek Dimensity 6020 চিপসেট রয়েছে এবং এই ফোনে 4GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এই Vivo ফোনে পাওয়ার জন্য একটি 5000mAh ব্যাটারি রয়েছে।

Next Article