দেখতে এক্কেবারে iPhone 15 Pro-এর মতো, মাত্র 13,999 টাকায় পাবেন Itel-এর এই ফোন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 23, 2023 | 1:00 PM

Itel S23+ Price: Itel-এর S23+ স্মার্টফোনের দাম রাখা হয়েছে 13,999 টাকা। Itel S23+ স্মার্টফোনটিকে দেশের সবচেয়ে সস্তা কার্ভড ডিসপ্লে স্মার্টফোন বলা হচ্ছে। এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দাম এবং সেই দামে কার্ভড ডিসপ্লের মতো ফিচার।

দেখতে এক্কেবারে iPhone 15 Pro-এর মতো, মাত্র 13,999 টাকায় পাবেন Itel-এর এই ফোন

Follow Us

Apple প্রিমিয়াম কোম্পানি হওয়ায় দাম অনেকটাই বেশি হয়। আর তাই কেনার ইচ্ছে থাকলেও কিনে উঠতে পারেন না অনেকেই। তবে যদি এমন হয়, দেখতে এক্কেবারে iPhone 15 Pro-এর মতো। কিন্তু দাম 15 হাজার টাকার কম। তাহলে কেমন হয়? যদিও অ্যান্ডরয়েড, তাই যদি iOs ব্যবহার করতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য নয়। তবে যদি এমন একটি ফোন চান, যা দেখতে অ্য়াপেলের সবচেয়ে দামি ফোনটির মতো। তাহলে Itel S23+ স্মার্টফোনটি আপনার জন্য আদর্শ হতে পারে। Itel সম্প্রতি বাজারে তার বহু প্রতীক্ষিত S23+ স্মার্টফোন লঞ্চ করেছে, এই স্মার্টফোনটি সব দিক থেকে অনন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর দাম যেকোনও এন্ট্রি লেভেল স্মার্টফোনের মতোই, একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হওয়া সত্ত্বেও এটিকে বাজারের সবচেয়ে দামি স্মার্টফোন iPhone 15 Pro-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু কারণটা কী?

দামও অনেকটাই কম-

Itel-এর S23+ স্মার্টফোনের দাম রাখা হয়েছে 13,999 টাকা। Itel S23+ স্মার্টফোনটিকে দেশের সবচেয়ে সস্তা কার্ভড ডিসপ্লে স্মার্টফোন বলা হচ্ছে। এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দাম এবং সেই দামে কার্ভড ডিসপ্লের মতো ফিচার। ফোনটিতে কার্ভড AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর দেখতে একেবারে iPhone 15 Pro-এর মতো।

শুধু লুক নয়, রয়েছে দুর্দান্ত সব ফিচার-

Itel S23+ এ আপনি 50MP রিয়ার ক্যামেরা, 5,000mAh ব্যাটারি পাবেন, এতে একটি 6.7-ইঞ্চি FHD ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 3D কার্ভড ডিসপ্লে রয়েছে। এই ফোনে যে সব ফিচার রয়েছে, তা যেকোনও দামি ফোনে থাকে। তাই iPhone 15 Pro-এর সঙ্গে ফোনটিকে তুলনা করার এটিও একটি কারণ হতে পারে। সেই সঙ্গে তো লুক আর ডিজাইন রয়েইছে। সবচেয়ে অবেক ব্যপার হল আপনি এত কম দামে এই ফোনে দুর্দান্ত ক্যামেরা পাবেন। এই স্মার্টফোনের পিছনের ক্যামেরা সেটআপটি দেখতে হুবহু iPhone 15 Pro-এর ক্যামেরা সেটআপের মতো। তবে এতে শুধু ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তাই সব দিক থেকেই ফোনটিকে দামি ফোনটির সঙ্গে তুলনা করছে বহু মানুষ।

Next Article