Redmi 11 Prime 5G ফোনের হাই-এন্ড মডেলে 3000 টাকা ছাড়, Amazon সেলে দারুণ অফার
Redmi 11 Prime 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম এমনিতে 15,999 টাকা। এই ফোনের উপরে Prime Early Deal-এ কাস্টমাররা 19% ছাড় পেয়ে যাবেন। এই শতাংশের ছাড়ের অঙ্ক আসলে 3,000 টাকা।
Redmi 11 Prime 5G Offer: নতুন বছরে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি একাধিক সেল নিয়ে হাজির হয়। সেই সব সেলে স্মার্টফোন থেকে শুরু করে একাধিক গ্যাজেট আকর্ষণীয় ছাড়ে পাওয়া যায়। প্রতি বছরের মতো চলতি বছরেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে Great Republic Day Sale নিয়ে হাজির হয়েছে Amazon। 15 জানুয়ারি, রবিবার থেকে শুরু হয়ে সেই সেল চলবে 20 জানুয়ারি পর্যন্ত। পাঁচ দিন ব্যাপী এই সেলে Redmi-র একটি 5G ফোনে ব্যাপক ছাড় মিলছে। সেই ফোনের নাম Redmi 11 Prime 5G। এই মুহূর্তের চমৎকার একটি হ্যান্ডসেট, যাতে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। সেলে এই ফোন আপনি কত কম দামে পাবেন, জেনে নিন।
Redmi 11 Prime 5G: দাম ও অফার
Redmi 11 Prime 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম এমনিতে 15,999 টাকা। এই ফোনের উপরে Prime Early Deal-এ কাস্টমাররা 19% ছাড় পেয়ে যাবেন। এই শতাংশের ছাড়ের অঙ্ক আসলে 3,000 টাকা। এই ছাড়ের পর আপনি ফোনটি পেয়ে যাবেন 12,999 টাকায়। অফারের এখানেই শেষ নয়। তারপরেও রয়েছে আরও একাধিক আকর্ষণীয় ডিল।
পার্টনার অফার হিসেবে রয়েছে ফ্রি ইয়ারফোন পাওয়ার সুযোগ। তবে তা নির্ভর করবে চেকআউট পারচেজ়ে। রয়েছে ব্যাঙ্ক অফারও। SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা প্রাইম সেভিংস ফ্ল্যাট ডিসকাউন্ট হিসেবে পেয়ে যাবেন 250 টাকা অতিরিক্ত ছাড়।
এরপরেও আবার পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফার। এই অফারে আপনি পেয়ে যাবেন 11,950 টাকা পর্যন্ত ছাড়। তাতে এই ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র 1,049 টাকায়। তবে আপনি কত টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন, তা নির্ভর করবে আপনার পিনকোডের উপরে। সব মিলিয়ে Redmi 11 Prime 5G ফোনের উপরে আপনি পেয়ে যাচ্ছেন গুচ্ছের অফার। মনে রাখবেন, অফারটি আপনি পাবেন কেবল ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য।
Redmi 11 Prime 5G: কেন কিনবেন এই ফোন
Redmi 11 Prime 5G ফোনে রয়েছে 6.58 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 2408 x 1080 পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz এবং সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3-র লেয়ার।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসরের সাহায্যে। এই চিপসেট পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক MIUI 13 কাস্টম স্কিন।
ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে এই ফোনের পিছনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
5,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Redmi 11 Prime 5G-র দুই প্রান্তেই সিকিওরিটি ও অথেন্টিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক। তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের- মিডো গ্রিন, ক্রোম সিলভার এবং থান্ডার ব্ল্যাক।