Apple Account Scam: অ্যাপলের আইফোনের ফিচার নিয়ে আর আলাদা করে কিছু বলার থাকে না। কোম্পানিটি তাদের ফোনগুলির সিকিউরিটি ফিচারের দিকে বিশেষ নজর দেয়। তাই আইফোনের সিকিউরিটি-প্রাইভেসি নিয়ে খুব কম সমস্যাই দেখা গিয়েছে। অ্যাপলের ডিভাইসগুলি এই কারণে অনেক ব্যয়বহুলও হয়, যাতে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখতে পারে। কিন্তু তা সত্ত্বেও হ্যাকাররা অ্যাপল অ্যাকাউন্ট হ্যাক করা সব তথ্য় হাতিয়ে নিচ্ছে। সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, স্ক্যামাররা অ্যাপল অ্যাকাউন্ট থেকে আইফোন ব্যবহারকারীদের লগ আউট করে দিচ্ছে। অর্থাৎ আপনি যদি হঠাৎ দেখেন, আপনার অ্যাপল অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে, তাহলে বুঝবেন হ্যাক হয়েছে। আর স্ক্যামাররা খুব সহজেই রিকভারি কী (Recovery Key) ফিচারটির সাহায্য নিচ্ছে।
কীভাবে স্ক্যামাররা এই কাজটি করছে?
প্রতিবেদনে জানানো হয়েছে, শিকাগোর একটি বারে একজন ব্যবহারকারীর iPhone 14 Pro স্ক্যামাররা হ্যাক করেছে। স্ক্যামাররা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে প্রথমে অ্যাপল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে। তারপর ফোনে রিকভারি অপশন চালু করেছে, যাতে সেই ব্যবহারকারীকে তার অ্যাকাউন্ট থেকে লগ আউট করা যায়। আর তারপরেই ব্যবহারকারী চাইলেও আর ফোনে কিছু করতে পারেননি। নিমেষে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। এখন প্রশ্ন হল এই ধরনের জালিয়াতি থেকে কীভাবে বাঁচবেন?
আইফোনে কাস্টম আলফানিউমেরিক কোড ব্যবহার করুন:
যদি আপনার আইফোনে বায়োমেট্রিক ফিচার সাপোর্ট করে, তাহলে আপনি ফেস আইডি বা টাচ আইডি চালু করতে পারেন। এটি করার ফলে আপনার পাসকোডের তেমন প্রয়োজন পড়বে না। তারপরেও আপনাকে অবশ্যই একটি পাসকোড ব্যবহার করতে হয়, তাহলে আলফানিউমেরিক বেছে নিন। আলফানিউমেরিক কোডগুলি হ্যাকারদের পক্ষে হ্যাক করা খুবই কঠিন। কারণ সেগুলি সংখ্যা এবং অক্ষর দিয়ে তৈরি।
স্ক্রিন টাইম পাসওয়ার্ড ব্যবহার করুন:
স্ক্রিন টাইম পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাপল আইডিকে আরও বেশি সুরক্ষিত রাখতে পারবেন। এই ফিচারের একটি সমস্যা হল, প্রতিবার অ্যাপল আইডি পরিবর্তন করার সময় আপনাকে স্ক্রিন টাইম পাসওয়ার্ড লিখতে হবে, যা অনেক আপনি পছন্দ নাও করতে পারেন।
আপনার ফোন লক করে রাখুন:
যখন ব্যবহার করবেন না তখন আপনার ফোনটি লক করে রাখুন। এতে আপনার আইফোনটি হ্যাকাররা সরাসরি অ্যাক্সেস করতে পারবে না। এছাড়াও যদি আপনার ফোনটি লক করা থাকে, তবে তুরি যাওয়ার পরে চোরের পক্ষে আপনার আইফোনটি অ্যাক্সেস করা কঠিন কাজ হয়ে যাবে।