Beware Of Fake Smartphones: অনলাইনে অর্ডারে বাড়িতে আসছে পুরোনো কিংবা নকল ফোন, বাঁচুন এসব সহজ উপায়ে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 22, 2023 | 12:12 PM

Smartphones Tips: অনেক সময় কম দাম বা ভাল অফারের লোভে আপনি নতুন স্মার্টফোনের নামে পুরনো বা নকল স্মার্টফোন কিনে নিয়ে আসেন। শুনেই চোখ কপালে উঠল তো? আদতেই কিন্তু এমন হয়।

Beware Of Fake Smartphones: অনলাইনে অর্ডারে বাড়িতে আসছে পুরোনো কিংবা নকল ফোন, বাঁচুন এসব সহজ উপায়ে

Follow Us

Beware Of Smartphone Scam: দেশে স্মার্টফোনের বিশাল বাজার। কোম্পানিগুলি প্রায় প্রতিদিনই নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। বর্তমানে যে কোনও কিছু কেনাকাটাই খুব সহজ হয়ে গিয়েছে। অনেক মানুষই আছেন যারা, অফলাইন আউটলেট বাদ দিয়ে অনলাইন শপিং (Online Shopping) সাইটে ফোন কেনেন। তার একমাত্র কারণ হল ফোনের উপর বিরাট ছাড় (Discount)। তবে আপনি কি জানেন আজকাল স্মার্টফোন কেনা যতটা সহজ তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। অনেক সময় কম দাম বা ভাল অফারের লোভে আপনি নতুন স্মার্টফোনের নামে পুরনো বা নকল স্মার্টফোন (Smartphones) কিনে নিয়ে আসেন। শুনেই চোখ কপালে উঠল তো? আদতেই কিন্তু এমন হয়। কী করে এমন ঘটনা ঘটে তা দেখে নিন। আর নতুন ফোন কেনার সময় কী-কী গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে তাও দেখে নিন।

শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট বা দোকান থেকে কিনুন:

একটি নতুন স্মার্টফোন কেনার সময়, এটি মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে আপনি এটি অফিসিয়াল ওয়েবসাইট বা স্টোর থেকে কিনছেন। অনেক সময় সামান্য টাকার লোভে চিন্তা না করে যে কোনও একটি অপরিচিত ওয়েবসাইটে অর্ডার করে দেন। তাতে হয়তো দামে ছাড় পান। কিন্তু নতুন ফোনটি হাতে পান না। তাই কেনার আগে দেখে নিন আপনি যেখান থেকে কিনছেন তা সঠিক ওয়েবসাইট কি না।

স্মার্টফোনটি সঠিকভাবে পরীক্ষা করে দেখুন:

একটি নতুন স্মার্টফোন কেনার সময় তার অবস্থা পরীক্ষা করে দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দোকান থেকে কিনলে, সেখানে এটি আনবক্স করুন এবং সবকিছু চেক করুন। ফোনে কোনও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে বদলে ফেলুন। যেমন প্রথমেই ফোনটি হ্যাং হচ্ছে কি না বা স্লো কাজ করছে কি না। বক্সে লেখা তথ্য়ের সঙ্গে ফোনের মধ্যে মিল আছে কি না তাও দেখে নিন। কেনার সময় স্মার্টফোনে উল্লেখিত আইএমইআই নম্বর থেকেও জানা যাবে ফোনটি আসল কি না। এর সঙ্গে সঙ্গে স্মার্টফোনটি কত পুরানো এবং কখন এটি তৈরি করা হয়েছিল তাও জানতে পারবেন।

আপডেটেড করা স্মার্টফোনটির জায়গায় পুরনো ফোন হাতে পাননি তো?

অনেক সময় কিছু ওয়েবসাইটে পুরনো ফোনগুলিকে নতুন করে বিক্রি করে। এই ফোনটি আপনার প্রথম নজরে নতুন মনে হবে। কিন্তু আপনি যখনই এটি চালাতে যাবেন, তাতে কোনও না কোনও সমস্যা দেখা দেবে। যদি ফোনে কোনও দাগ বা স্ক্র্যাচ দেখেন তবে বুঝে যাবেন আপনি হাতে একটি পুরনো ফোন পেয়েছেন। সেই থেকে বাঁচতে ফোন চালু করার পরে ‘Setting’-এর ‘About’-এ দেখে নিন ফোনটি আপডেটেড কি না।

Next Article