Smartphone Buying Guide: অনেকক্ষণ গেম খেললেও গরম হবে না ফোন, করবে না হ্যাং; কেনার আগে কী-কী দেখবেন জানুন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 01, 2023 | 3:54 PM

Best Mobile Buying Guide: একটি ভাল পারফরমেন্সের ফোন কেনার আগে কী-কী জিনিস খেয়াল রাখবেন। এগুলি সহজে গরম হয় না। অনেকক্ষণ ব্যবহারে হ্যাংও হয় না।

Smartphone Buying Guide: অনেকক্ষণ গেম খেললেও গরম হবে না ফোন, করবে না হ্যাং; কেনার আগে কী-কী দেখবেন জানুন

Follow Us

Smartphone Buying Tips: বর্তমানে অধিকাংশ মানুষ এমন ফোন খোঁজে, যা দীর্ঘক্ষম ব্যবহারের পরেও গরম হবে না। কারণ অনেকেরই ফোন ছাড়া এক মুহূর্তও চলা দায় হয়ে পড়ে। গত কয়েক বছরে অনলাইন গেমিংয়ের ক্রেজ বাড়ছে। বর্তমানে এমন অনেক গেম রয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে ট্রেন্ডে এসেছে। কিন্তু আপনার কাছে সঠিক স্মার্টফোন না থাকলে আপনি কিছতেই সেই সব গেম খেলতে পারবেন না। আর তাছাড়াও যারা তেমন গেম খেলেন না, তারাও এমন একটি ফোন খোঁজেন যেগুলি অনেকক্ষণ ব্যবহার করেও কোনও রকম হ্যাং করবে না। যখনই আপনি একটি এই ধরনের ফোন কিনবেন, আপনার উচিত সব কিছু ভাল করে জেনে নিয়ে কেনা। প্রসেসর থেকে শুরু করে ব্যাটারি, সব কিছুর দিকেই নজর রাখা উচিত। তবে চলুন দেখে নেওয়া যাক একটি ভাল পারফরমেন্সের ফোন কেনার আগে কী-কী জিনিস খেয়াল রাখবেন। গেমিং স্মার্টফোন বা ভাল প্রসেসরের ফোন কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন। বাজারে অনেক অপশন পাবেন। এছাড়াও অনেক ব্র্যান্ড রয়েছে, যারা গেমিংয়ের জন্য ডেডিকেটেড স্মার্টফোন তৈরি করে। এই ডিভাইসগুলির উদ্দেশ্য হল আপনাকে ভাল গেমিং অভিজ্ঞতা দেওয়া। এগুলি সহজে গরম হয় না। অনেকক্ষণ ব্যবহারে হ্যাংও হয় না।

কোন প্রসেসর ভাল?

ফোন কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি দেখতে হবে তা হল প্রসেসর। প্রসেসর আপনার ফোনের প্রাণ কেন্দ্র। তাই অন্তত আপনার ডিভাইসে স্ন্যাপড্রাগন 700-সিরিজ ডিভাইস বা 800-সিরিজের সর্বশেষ ভার্সন থাকা উচিত। এই মুহুর্তে, স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটি গেমিংয়ের জন্য সেরা পছন্দ, কারণ Qualcomm অনুসারে, 888 প্রসেসর প্রতি সেকেন্ডে 120 ফ্রেমে 10 শতাংশ পারফরম্যান্স বুস্ট দেয়। আপনি যদি ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করতে চান, তাহলে আপনাকে ডাইমেনসিটি 1000 এবং ডাইমেনসিটি 1200-এর মতো অন্তত হাই-এন্ড মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজ চিপ চালানোর একটি ফোন কিনতে হবে।

কত স্টোরেজ থাকা উচিত?

একটি ফোনের জন্য পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল RAM এবং ইন্টারনাল স্টোরেজ। আপনার ফোনে কমপক্ষে 6 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ থাকতে হবে। তবে এর চেয়ে বেশি স্টোরেজের ফোন কিনলে ভাল।

দ্রুত চার্জিং এবং ব্যাটারি:

যদি আপনার স্মার্টফোনে গেম খেলেন, তবে ব্যাটারি ফুরিয়ে যাওয়া সাধারণ ব্যাপার। এমন পরিস্থিতিতে আপনার ফোনে বড় ব্যাটারি থাকা জরুরি। গেম না লেখলেও সেই ফোনে অনেকক্ষণ ব্যাটারি থাকবে। তাই চেষ্টা করবেন কমপক্ষে 4,500mAh ব্যাটারির মোবাইল কিনতে। এতে ফোন সহজে গরম হয়ে যাবে না।

Next Article