Smartphone Battery Tips: স্মার্টফোনের ব্যাটারি নিয়ে বহু মানুষই সচেতন। আর সেই জন্য অনেক ধরনের ভুল ধারণাও মেনে চলেন অনেকে। যাতে ফোনের ব্যাটারি ভাল রাখা যায়। আর সেই সব টিপস মেনে চলতে গিয়ে খুব সহজেই ব্যাটারিটি খারাপ করে ফেলে। আপনিও সেই সব ভুল টিপসগুলি অজান্তেই মেনে চলেন। আর কয়েকদিন পর থেকেই চার্জ ধীরে হতে থাকে। খুব সহজেই চার্জ কমতে থাকে। আপনি স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কিত এমন কিছু ধারণা জানতে পারবেন, যা ভুল হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে মেনে চলেছেন।
সারা রাত স্মার্টফোনের ব্যাটারি চার্জ করা উচিত নয়:
দিনের বেলায় স্মার্টফোন চার্জ করা একটু কঠিন কারণ দিনের বেশিরভাগ সময়ই ফোনের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে, অনেকেই রাতে ঘুমানোর সময় ডিভাইসটিকে চার্জে রাখে। অনেকেই এটিকে ব্যাটারির জন্য বিপজ্জনক বলে মনে করেন, যদিও এটি একটি ভুল ধারণা। স্মার্টফোনে উন্নত প্রযুক্তির সাহায্যে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হওয়ার পর অটোমেটিক চার্জিং বন্ধ হয়ে যায়।
ব্যাটারি চার্জ করার সঠিক সময়:
অনেকই বিশ্বাস করেন যে, একবার ফোনের ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেলে, এটি 0 হলেই আবার চার্জ করা উচিত। এটিও একটি ভুল ধারণা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফোনের ব্যাটারি চার্জ করতে হলে তা 20 শতাংশ কমলেই চার্জ করা উচিত। ব্যাটারি পুরোপুরি চার্জ করার পরিবর্তে 80 শতাংশ চার্জ করা সঠিক বলে মনে করা হচ্ছে।
চার্জ করার সময় ডিভাইসের ব্যবহার:
ফোনটি চার্জ করার সময় ব্যবহার করলে ব্যাটারি বিস্ফোরিত হতে পারে। এমনটাই ধারণা বহু মানুষের। বিশেষজ্ঞরা এটিকে শুধুমাত্র একটি ভুল ধারণা বলে মনে করেন। ব্যাটারি চার্জ হওয়ার সময় ডিভাইসটি ব্যবহার করার ক্ষেত্রে কোনও ভুল নেই। তবে ডিভাইসটি চার্জ হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।
ফোনের অ্যাপ ব্যাটারির উপর প্রভাব ফেলে:
অনেকেই মনে করেন ফোনের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ করে দেয়। এটিও একটি ভুল ধারণা। আবার এই ধারণাও আছে যে, একাধিক অ্যাপ ব্যবহার করলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তবে এইচডি কোয়ালিটিতে ইউটিউবে ভিডিয়ো দেখলে কয়েক মিনিটের মধ্যে ব্যাটারি র চার্জ শেষ হয়ে যেতে পারে। এর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপের কোনও সম্পর্ক নেই।