Apple সম্প্রতি iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। আর তা নিয়ে চারিদিকে যখন হইচই অবস্থা, তখনই অ্যাপলের iPhone 12 বিক্রি নিষিদ্ধ করে দিল ফ্রান্স। ফ্রান্সের সরকারের মতে, এই ডিভাইসটি উচ্চ রেডিয়েশন তৈরি করছে, যা দেশে খারাপ প্রভাব ফেলছে। ফ্রান্সের এজেন্সি অফ ন্যাশনাল ফ্রিকোয়েন্সি অ্যাপলের আইফোন 12 থেকে নির্গত বিকিরণকে (রেডিয়েশন) বিপজ্জনক বলে মনে করছে। ইউরোপিয়ান ইউনিয়ন (EU)-এর একটি SAR (Specific absorption rate) লিমিট রয়েছে। এই লিমিট ছাপিয়ে যাচ্ছে iPhone-এর রেডিয়েশন। SAR কী? যে কোনও একটি ডিভাইস থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি, যা আমাদের শরীর শোষণ করে, তা SAR-এ পরিমাপ করা হয়। ফরাসি সংস্থার মতে, আইফোন 12-এর এসএআর রেট 5 মিমি দূরত্বে প্রতি কিলোগ্রামে 5.74 ওয়াট, যা ইইউ-এর নির্ধারিত সীমার চেয়ে 1.74 ওয়াট বেশি।
অ্যাপল অভিযোগ মেনে নেয়নি:
Apple ফ্রান্সের এই অভিযোগ মেনে নেয়নি। iPhone 12 রেডিয়েশনের মান যতটা হওয়ার কথা, ঠিক ততটাই রয়েছে। iPhone 12 আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে সার্টিফিকেট পেয়েছে। সংস্থাটির মতে, 2020 সালে চালু হওয়া এই মডেলটি 2021 সালেই ফ্রান্সের রেডিয়েশন টেস্টে উত্তীর্ণ হয়েছিল। তাহলে হঠাৎ কেন এমন অভিযোগ তোলা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ iPhone 12 রেডিয়েশনেরর বিরুদ্ধে পাওয়া যায়নি, যা মানুষের ক্ষতি করছে। EU এবং গ্লোবাল রেডিয়েশন স্ট্যান্ডার্ড, উভয়ের রেটের মধ্যে পার্থক্য রয়েছে। EU-এর নির্ধারিত সীমা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। তবে ফ্রান্সের পর এবার অন্যান্য দেশেও রেডিয়েশন রেট নিয়ে প্রশ্ন তুলছে। স্মার্টফোন বিক্রি করার আগে, এর সমস্ত পরীক্ষা করা হয়, যাতে দেখা হয় স্মার্টফোনটি মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপ কি না। বর্তমানে এই বিষয়ে ডব্লিউএইচওর পক্ষ থেকে কোনও আপত্তি জানানো হয়নি, তাদের মতে বিকিরণের হার তাদের সীমা অতিক্রম করেনি। এবার ফ্রান্সের সরকারের পরের পদক্ষেপ কী হবে, এখন সেদিকেই নজর থাকবে।