Android 14 Update: এই স্মার্টফোনের জন্য জরুরি আপডেট নিয়ে এল Google, সব ফিক্সড! তাড়াতাড়ি চেক করুন ফোন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 28, 2023 | 6:08 PM

Google Pixel Update: অ্যান্ড্রয়েড 14-এর পাবলিক বিটা ভার্সনের দুই সপ্তাহ পরে গুগল পিক্সেল স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড 14 বিটা 1.1 প্রকাশ করা হয়েছে।

Android 14 Update: এই স্মার্টফোনের জন্য জরুরি আপডেট নিয়ে এল Google, সব ফিক্সড! তাড়াতাড়ি চেক করুন ফোন

Follow Us

Android 14 Beta Update: বিগত কয়েকদিন ধরেই অ্যান্ড্রয়েড 14 আলোচনার বিষয় হয়ে রয়েছে। কবে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই নতুন আপডেটটি পাবেন তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে বহুবার। কিন্তু Google-এর তরফে কোনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে কিছু অ্যান্ড্রয়েড ফোনে এই আপডেট আসতে চলেছে। তার মধ্য়েই একটি ফোন হল Google Pixel। আপনি যদি গুগলের পিক্সেল (Google Pixel) স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। অ্যান্ড্রয়েড 14-এর পাবলিক বিটা ভার্সনের দুই সপ্তাহ পরে গুগল পিক্সেল স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড 14 বিটা 1.1 প্রকাশ করা হয়েছে।

কেন এই নতুন আপডেট আনল Google?

এই ফোনে Android 14 আনার কারণ হল গুগল অ্যান্ড্রয়েড 14-এর বিটা ভার্সনটি ফোনে অনেকগুলি বাগকে সনাক্ত করেছে। প্রকাশিত নতুন আপডেটে সেগুলি ঠিক করা হবে। এতে অনেক সমস্যার সমাধান হবে। এই সমস্যাগুলির মধ্যে একটি সমস্যা হল ওয়ালপেপার। ব্যবহারকারীরা রিপোর্ট করেছেন যে, সেটিংস অ্যাপের মাধ্যমে এই স্ক্রিনটি অ্যাক্সেস করার চেষ্টা করার সময় ওয়ালপেপারে অনেক সমস্যা দেখা যায়। হোম স্ক্রীন থেকে অনেক সময় লাগে সিস্টেম UI-এ পৌছতে। Google এই সমস্যাটির সমাধান করার জন্যই এই আপডেট এনেছে।

ফিঙ্গারপ্রিন্ট আনলক নিয়েও সমস্যা দেখা দিয়েছে। কিছু ব্যবহারকারী এতদিন ফিচারটি ব্যবহার করতে পারছিলেন না। যা Google সংশোধন করা চেষ্টা করেছে। এই বাগ ফিক্সের মাধ্যমে ব্যবহারকারীরা কোনও সমস্যা ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার ব্যবহার করতে পারবেন। খুব শীঘ্রই এই নতুন আপডেট পাওয়া যাবে। অর্থাৎ আপনাকে এখনও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে এই নতুন আপডেটটির জন্য। এখনই এটিকে আপডেট করতে পারবেন না।

কিছু ব্যবহারকারী সিম কার্ড বা ই-সিম অ্যাকটিভেট করতে পারছিলেন না। গুগল এই আপডেটের মাধ্য়মে সমস্যার সমাধান করেছে। নতুন প্যাচ আপডেট লক স্ক্রিনের সঙ্গে আরেকটি সমস্যা সমাধান করেছে। লক স্ক্রিনে উপস্থিত হোল্ডারটি এখন ঠিক করা হয়েছে। অ্যান্ড্রয়েড 14 বিটা 1.1 এখন সমস্ত বিটা ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হচ্ছে এবং আগামী দিনে সমস্ত স্মার্টফোনের জন্য আসতে চলেছে।

Next Article