Infinix Smart 7 HD নিয়ে আগ্রহ চরমে, Poco C55 কিনলে কী কী Extra পাবেন জানেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 29, 2023 | 8:20 AM

POCO C55 Price: আপনি যদি 5 থেকে 8 হাজার বাজেটে নিজের জন্য একটি নতুন ফোন নেওয়ার কথা ভাবছেন, তাহলে জেনে নিন এই দু'টি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে।

Infinix Smart 7 HD নিয়ে আগ্রহ চরমে, Poco C55 কিনলে কী কী Extra পাবেন জানেন?

Follow Us

Infinix Smart 7 HD Price: Infinix সদ্য একটি সস্তা ফোন লঞ্চ করেছে। আপনি এটি ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারেন। এই ফোনের দাম 5,999 টাকা। এতে আপনি 2GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। এই ফোনের রেঞ্জেই আপনি আরও একটি ফোন পেয়ে যাবেন। সেই ফোনটি হল Poco C55। আপনি যদি 5 থেকে 8 হাজার বাজেটে নিজের জন্য একটি নতুন ফোন নেওয়ার কথা ভাবছেন, তাহলে জেনে নিন এই দু’টি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে।

Infinix Smart 7 HD বনাম POCO C55:

অনেকেই কম দামে ভাল ক্যামেরা, দুর্দান্ত স্টোরেজ এবং শক্তিশালী ব্যাটারি সহ একটি ফোন খোঁজেন। আপনিও যদি সেই তালিকায় থাকেন তাহলে POCO C55 আপনার জন্য সেরা হবে। এতে আপনি 5000 mAh ব্যাটারি, 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং Mediatek Helio G85 প্রসেসরের সাপোর্ট পাবেন। Flipkart-এ স্মার্টফোনটির দাম 8,999 টাকা। এর উপর 7,000 টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই ফোনটি বাজারে আসার পর থেকে মানুষের মধ্যে বিরাট জনপ্রিয় হয়ে উঠেছে। আর তারপরেই বাজারে এল Infinix Smart 7 HD ফোনটি।

অন্যদিকে, Infinix Smart 7 HD সম্পর্কে কথা বললে, যদিও এটি 2 হাজার টাকা কম, তবে আপনি এতে প্রয়োজনীয় সমস্ত ফিচার পাবেন না। এতে রয়েছে 2GB RAM এবং Spreadtrum SC9863A1 প্রসেসর। এছাড়াও আপনি এই স্মার্টফোনটি দীর্ঘ সময়ের জন্য চালাতে পারবেন না। কারণ সময়ে সময়ে স্মার্টফোন এবং অ্যাপগুলির আপডেট আসতে থাকে। আর আপনি যদি সময় মতো সেই আপডেটগুলি না করেন, তবে ফোন স্লো কাজ করতে শুরু করবে। ফলে এই দিকগুলি কেনার আগে মাথায় রাখা ভাল।

ফোন দু’টির মধ্য়ে ক্যামেরার পার্থক্য:

Infinix Smart 7 HD ফোনটিতে AI ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা 8 MP + AI লেন্স সাপোর্ট করে। ভিডিয়ো কলিং এবং সেলফির জন্য ফোনটিতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে পোর্ট্রেট, এইচডিআর, এআই 3ডি বিউটি, ভিডিয়োর জন্য এইচডি ভিডিয়ো রেকর্ডিংয়ের মতো ক্যামেরা ফিচার রয়েছে। এই ফোনে এআই পোর্ট্রেট এবং ফেস বিউটির মতো ক্যামেরা ফিচার রয়েছে।

আর অন্যদিকে POCO C55-এর কথা বললে, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়া, ডিভাইসটির পিছনে একটি ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনের সামনে ওয়াটারড্রপ নচের মধ্যে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর দাম 9,999 টাকা। এই মডেলে 9,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।

Next Article