788 টাকায় বাড়িতে আনুন Samsung Galaxy M14 স্মার্টফোন, পাবেন 50MP ক্যামেরা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 29, 2023 | 1:10 PM

Samsung Galaxy M14 Price: 15,000 টাকার কম দামে আসা এই 5G স্মার্টফোনটি Amazon-এর মাধ্যমে বিক্রি হচ্ছে। এর উপর বিভিন্ন অফার দেওয়া হচ্ছে, যার পরে এর দাম হতে পারে 1,140 টাকা।

788 টাকায় বাড়িতে আনুন Samsung Galaxy M14 স্মার্টফোন, পাবেন 50MP ক্যামেরা

Follow Us

Samsung Galaxy M14 Offers: বর্তমানে অনেক ফোনের কোম্পানিগুলি একের পর এক অফার দেয় তাদের জনপ্রিয় ফোনগুলিতে। তার একমাত্র কারণ হল সেই সব ফোনের বিক্রিকে বাড়িয়ে তোলা। আর এমনতেও এখন মানুষ অনলাইনে কেনাকাটা করতে বেশি পছন্দ করেন। ফলে ই-কমার্স সাইটগুলিও অনেক অফার দেয়। Samsung Galaxy M14 ফোনটির উপর আপনি অনেক ছাড় পেতে চলেছেন। Samsung Galaxy M14 5G কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে। বর্তমানে ভারতে এর বিক্রি শুরু হয়েছে। 15,000 টাকার কম দামে আসা এই 5G স্মার্টফোনটি Amazon-এর মাধ্যমে বিক্রি হচ্ছে। এর উপর বিভিন্ন অফার দেওয়া হচ্ছে, যার পরে এর দাম হতে পারে 1,140 টাকা। তবে চলুন দেখে নেওয়া যাক এই ফোনে আর কী-কী অফার পাবেন।

Samsung Galaxy M14 5G-এর দাম, আর কোথায় পাবেন এত ছাড়?

Samsung Galaxy M14-এর দু’টি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করা হয়েছে। এর 4GB + 128GB এর দাম 13,490 টাকা এবং 6GB + 128GB এর দাম 14,990 টাকা। ফোনটি তিনটি রঙয়ে লঞ্চ করা হয়েছে – আইসি সিলভার, বেরি ব্লু এবং স্মোকি টিল। আপনি Amazon এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে ফোনটি কিনতে পারবেন।

Samsung Galaxy M14-এর উপর এক্সচেঞ্জ অফার:

আপনি যদি মাত্র 1,140 টাকায় ফোনটি কিনতে চান, তাহলে আপনি এক্সচেঞ্জ অফারটিকে কাজে লাগাতে পারেন। আপনি যদি আপনার পুরনো ফোনটিকে পাল্টে নতুন এই ফোনটি কেনেন তাহলে 13,850 টাকার ছাড় পাবেন। তবে আপনার পুরনো ফোনের অবস্থা ভাল হতে হবে। এই সমস্ত অফারের পর আপনি ফোনটি মাত্র 1,140 টাকায় কিনতে পারবেন।

এছাড়াও আপনি এই নতুন ফোনে EMI-এর অপশনও পাবেন। প্রতি মাসে মাত্র 788 টাকা দিয়েই আপনি এই ফোনটি কিনে নিতে পারবেন।

Samsung galaxy M14-এর ফিচার ও স্পেসিফকেশন:

এই ফোনে 6.6 ইঞ্চি ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 1080 x 2408 পিক্সল রেজোলুশন এবং 16M কালারের সাথে 40ppi-এর সুবিধা পাওয়া যায়। এই ফোনে 50MP+2MP+2MP ট্রিপল ক্যামেরা এবং 13MP এর সেটআপ ক্যামেরা পাওয়া যায়। এছাড়াও ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে।

Next Article