Google Pixel 8 আর Pixel 8 Pro কবে লঞ্চ হচ্ছে ভারতে? প্রি-বুক করবেন কবে থেকে?
Google Pixel 8 Launch Date: Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোনগুলি 4টি রঙে কিনতে পারবেন। এর মধ্যে Pixel 8 ফোনটি Hazel, Obsidian, Pink এবং Mint কালার অপশনে লঞ্চ হবে এবং Pixel 8 Pro ওবসিডিয়ান, মিন্ট এবং পোরসেলিন রঙে লঞ্চ হবে।
Google শীঘ্রই তার পিক্সেল ফোনের পরবর্তী সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানি সম্প্রতি Pixel 8 সিরিজের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে কোম্পানি গোলাপি রঙের Google Pixel 8 ফোনের প্রথম ঝলক দেখা যাচ্ছে। এছাড়াও, গুগল তার লেটেস্ট টিজারে Google Pixel 8 এবং Pixel 8 Pro লঞ্চের তারিখ ঘোষণা করেছে। 2022-এর শুরুর দিকে, Google ভারতে Pixel 7 এবং Pixel 6 লঞ্চ করেছিল, যার দু’টি সিরিজই মানুষের কাছে বিরাট জনপ্রিয়তা পেয়েছিল। Google এখনও অফিসিয়ালি কিছু জানায়নি যে, তার প্রথম Pixel Fold ফোন ভারতে কখন লঞ্চ হবে। গুগল পিক্সেল 8 এবং পিক্সেল 8 প্রো-এর লঞ্চের তারিখ এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Google Pixel 8, Pixel 8 Pro লঞ্চের তারিখ:
গুগলের টিজার অনুসারে, গুগল পিক্সেল 8 এবং পিক্সেল 8 প্রো ভারতে চলতি বছরের 4 অক্টোবর লঞ্চ হবে। এই দুটি ফোনের প্রি-অর্ডার 5 অক্টোবর থেকে করা যাবে। প্রতি বছরের মতো, Google Pixel 8 এবং Pixel 8 Pro ফোনগুলি ই-কমার্স সাইট Flipkart-এ বিক্রি করা হবে। অর্থাৎ আপনি সেখান থেকেই কিনে নিতে পারবেন।
Google Pixel 8, Pixel 8 Pro-এর স্পেসিফিকেশন:
Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোনগুলি 4টি রঙে কিনতে পারবেন। এর মধ্যে Pixel 8 ফোনটি Hazel, Obsidian, Pink এবং Mint কালার অপশনে লঞ্চ হবে এবং Pixel 8 Pro ওবসিডিয়ান, মিন্ট এবং পোরসেলিন রঙে লঞ্চ হবে। একই সময়ে, রিপোর্টে দাবি করা হয়েছে যে, Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোনে Tensor G3 চিপসেট ব্যবহার করা হয়েছে।
গুগল পিক্সেল ওয়াচ 2 (Google Pixel Watch 2) লঞ্চ হবে:
Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোনের পাশাপাশি, Google তার Pixel Watch 2 ভারতে লঞ্চ করবে। তবে এর ফিচার সম্পর্কে কোম্পানি এখনও কিছু জানায়নি।