Android KitKat Support: মনে হতে পারে, এই তো কয়েক দিন আগের। কিন্তু দেখতে-দেখতে 10 বছরেরও বেশি সময় হয়ে গেল Android 4.4 বা KitKat নিয়ে এসেছিল Google। 2013 সালে এই অপারেটিং সিস্টেম লঞ্চ করেছিল সার্চ ইঞ্জিন জায়ান্টটি। বহু পুরাতন এই অপারেটিং সিস্টেমটিকেই এবার ছুটি দিতে চলেছে Google। এক দশকেরও বেশি সময় পর পুরনো অপারেটিং সিস্টেমের কফিনে শেষ পেরেক পোঁতার সমস্ত রকম বন্দোবস্ত করে ফেলেছে টেক জায়ান্টটি।
গত মাসের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, 2023 সালের মে মাস পর্যন্ত নতুন এবং পুরনো মিলিয়ে সমস্ত অ্যান্ড্রয়েড সাপোর্টেড ফোনই গড়পড়তায় সর্বশেষ যে আপডেট পেয়েছিল তা হল Android 11, যার কোডনেম রেড ভেলভেট কেক। বেশির ভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে এই অপারেটিং সিস্টেমটিই রয়েছে। তবে আশ্চর্যজনক একটি বিষয়ও সেই রিপোর্ট থেকে উঠে এসেছে, তা হল প্রায় 15 মিলিয়নেরও বেশি ডিভাইস রয়েছে যেগুলি এখনও Android 4.4 বা KitKat দ্বারা চালিত।
যদিও অ্যান্ড্রয়েডের অন্যান্য অপারেটিং ভার্সনগুলির সঙ্গে তুলনা করলে বিশ্বজুড়ে KitKit সাপোর্টেড ডিভাইসের সংখ্যা মাত্র 0.5 শতাংশ। কিন্তু সেই সংখ্যাটাও শূন্যে নামাতে চাইছে Google। সম্প্রতি Android Developers Blog এর একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গুগল প্লে সার্ভিস আর Android 4.4 বা KitKat সাপোর্ট করবে না। কেন এমনতর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে টেক জায়ান্টটি জানিয়েছে, KitKat দ্বারা চালিত অ্যাক্টিভ ডিভাইসের সংখ্যাটা 1 শতাংশের অনেক নিচে নেমে গিয়েছে।
সেই পোস্টে লেখা হয়েছিল, ‘2023 সালের জুলাই মাস পর্যন্ত KitKit দ্বারা চালিত অ্যাক্টিভ ডিভাইসের সংখ্যা 1 শতাংশের নিচে নেমে গিয়েছে। বেশির ভাগ ইউজাররাই লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করছেন। সেই কারণেই আমরা ভবিষ্যতে গুগল প্লে সার্ভিসে KitKit এর সাপোর্ট দেব না। KitKit দ্বারা চালিত ডিভাইসগুলি প্লে সার্ভিসেস APK 23.30.99 এর পরের ভার্সনগুলির আপডেট পাবে না।’
এখন আপনার কাছেও যদি এমন কোনও ফোন থাকে, যা KitKat বা Android 4.4 দ্বারা চালিত তাহলে দ্রুত ফোনটিকে বদলে নিন। তার কারণ 1 অগস্টের পর থেকে এই গুগল অপারেটিং সিস্টেম দ্বারা চালিত সব ফোনগুলি অকেজো হয়ে যাবে। কিটক্যাট ডিভাইসগুলির অ্যাপ সাপোর্ট বন্ধ হবে। ফলে , তাতে একাধিক নিরাপত্তাজনিত সমস্যা দেখা যাবে। খুশির খবর হল, যে সময় গুগল তার KitKat বা Android 4.4 এর সাপোর্ট বন্ধ করছে, ঠিক সেই সময়ই তারা Android 14 অপারেটিং সিস্টেমটি সকল ব্যবহারকারীর জন্য চালু করছে।