ভারতের বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত Moto G14 স্মার্টফোন, কিনে নিন পকেটমানি দিয়েই

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 02, 2023 | 1:18 PM

Moto G14 Price: অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ অর্থাৎ 1 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে Moto G14। এর দাম অফিশিয়াল লঞ্চের আগেই ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি, একজন টিপস্টার টুইট করে দাম সম্পর্কে তথ্য দিয়েছেন।

ভারতের বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত Moto G14 স্মার্টফোন, কিনে নিন পকেটমানি দিয়েই

Follow Us

বছর শুরুর প্রথম থেকেই Motorola একের পর এক নতুন ফোন বাজারে আনছে। তার উপর Moto G14 নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা তুঙ্গে রয়েছে। এটি কোম্পনির সাশ্রয়ী দামের ফোন হতে চলেছে। কম বাজারে আসবে, সেই নিয়েও অনেক জল্পনা-কল্পনা ছিল। বহু মানুষ এই ফোনটি আসার অপেক্ষায় ছিলেন। এবার তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ অর্থাৎ 1 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে Moto G14। এর দাম অফিশিয়াল লঞ্চের আগেই ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি, একজন টিপস্টার টুইট করে দাম সম্পর্কে তথ্য দিয়েছেন। ফ্লিপকার্টে এই ডিভাইসের জন্য একটি মাইক্রোসাইটও তৈরি করা হয়েছে। আর তা থেকেই ফোনের কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছে।

ভারতে Moto G14-এর দাম:

টিপস্টার যোগেশ ব্রার টুইট করেছেন, এই হ্যান্ডসেটের দাম 10,000 থেকে 11,000 টাকার মধ্যে হতে পারে। ভারতে Moto G13-এর বর্তমান দাম 9,999 টাকা। সেই অনুযায়ী Moto G14-এরকম রাখা হবে বলেই মনে করা হচ্ছে।

Moto G14-এর স্পেসিফিকেশন:

ফ্লিপকার্টে তৈরি মাইক্রোসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, Motorola ব্র্যান্ডের এই আসন্ন স্মার্টফোনে আপনি একটি 6.5-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবেন। এছাড়াও, ডলবি অ্যাটমোসের সাপোর্ট থাকবে। অডিওর জন্য স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে

Moto G14-এ Unisock T616 অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি 4 GB র‍্যাম ও 128 GB ইন্টারনাল স্টোরেজ (UFS 2.2) থাকবে, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

অপারেটিং সিস্টেমের কথা বললে, Moto G14 স্মার্টফোনটি Android 13 এ কাজ করবে, দাবি করা হয়েছে যে ফোনটি Android 14 আপগ্রেড পাবে। এ ছাড়া ফোনটিতে তিন বছরের জন্য সিকিওরিটি আপগ্রেড দেওয়া হবে।

ফোনের পিছনের প্যানেলে একটি 50-মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা সিস্টেম পাওয়া যাবে। ফোনটিতে একটি 5000 mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 20 W টার্বোপাওয়ার সাপোর্ট করবে। সিকিওরিটির জন্য, ফোনের পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, এটি ছাড়াও ফোনটি ফেস আনলক সাপোর্ট করবে।

Next Article