অফিসিয়াল ঘোষণা! Honor ভারতে ফিরছে নতুন ফোন নিয়ে, Honor 90 লঞ্চের প্রবল সম্ভাবনা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 17, 2023 | 1:37 PM

Honor India Return: চলতি বছরে ব্র্যান্ডটি একাধিক স্মার্টফোন নিয়ে এসেছে চিনের বাজারের জন্য। সেই ফোনগুলিই এবার ভারতে এক-এক করে লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে Honor। টুইটার বা X-এ সংস্থাটি Honor Tech India নামক প্রোফাইল থেকে ভারতে তাদের কামব্যাক করার চিন্তাভাবনা সম্পর্কে জানিয়েছে।

অফিসিয়াল ঘোষণা! Honor ভারতে ফিরছে নতুন ফোন নিয়ে, Honor 90 লঞ্চের প্রবল সম্ভাবনা
ভারতে ফিরছে Honor।

Follow Us

Honor India Comeback: ভারতের বাজারে কামব্যাক করছে Honor। দীর্ঘ জল্পনার পরে সংস্থা এবার তা অফিসিয়ালি ঘোষণা করল। ডিস্ট্রিবিউশনের জন্য নয়ডার PSAV Global নামক একটি সংস্থার সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে Honor। চলতি বছরে ব্র্যান্ডটি একাধিক স্মার্টফোন নিয়ে এসেছে চিনের বাজারের জন্য। সেই ফোনগুলিই এবার ভারতে এক-এক করে লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে Honor। টুইটার বা X-এ সংস্থাটি Honor Tech India নামক প্রোফাইল থেকে ভারতে তাদের কামব্যাক করার চিন্তাভাবনা সম্পর্কে জানিয়েছে।

জুন মাসে Realme-র ভাইস প্রেসিডেন্ট অফ বিজ়নেস অ্যান্ড কর্পোরেট স্ট্র্যাটেজি মাধব শেঠ পদত্যাগ করেন। তিনিই সম্প্রতি একটি X পোস্টে Honor এর ভারতে কামব্যাক সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তিনি চিনা ব্র্যান্ডটিতে যোগ দেওয়ার খবর নিশ্চিত করলেও ভারতের মার্কেটে কোন ফোনটি প্রথম লঞ্চ করবে, সে বিষয়ে কিছু জানাননি।

এদিকে আবার জল্পনা চলছে, Honor 90 ভারতে লঞ্চ করতে পারে সেপ্টেম্বর মাসে। মাধব শেঠ টুইট করে লিখছেন, ‘ভারতীয়দের জন্য উত্তেজনাপূর্ণ সংবাদ! Honor স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হবে। Honor Tech এর মাধ্যমে আমরা ভবিষ্যতের ক্ষমতায়নের সঙ্গে এই অবিশ্বাস্য যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন।’ বিগত বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছে, Honor 90 ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। এই ফোনটি চিনের মার্কেটে অনেক আগেই হাজির হয়েছে। সে দেশে Honor 90 এবং 90 Pro ফোন দুটি লঞ্চ করেছে চলতি বছরের শুরুতেই। এখন সেই ফোনই ভারতে আসছে খুব শিগগিরই।

Honor 90 ফোনে রয়েছে 6.7 ইঞ্চির ফুল HD+ কার্ভড OLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1200 x 2664 পিক্সেল, পিক ব্রাইটনেস 1,600 এবং রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হচ্ছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 16GB পর্যন্ত র‌্যামের সঙ্গে। 512GB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ রয়েছে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 13 ভিত্তিক MagicOS 7. 1 আউট অফ দ্য বক্স। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়ছে ফোনটিতে, যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

200MP দুর্ধর্ষ ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 50MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এখন সত্যিই এই ফোনটি ভারতে আসে কি না, সেটাই দেখার।

এক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা জরুরি যে, Honor ভারতের বাজার থেকে তাদের ব্যবসা একবারে গোটায়নি। বেশ কিছু বছর ধরে দেশে ব্র্যান্ডটির ফোন বিক্রিবাট্টায় ভাঁটা দেখা দিয়েছিল বলে সেভাবে আর নতুন ফোন নিয়ে আসত না তারা। তবে অপারেশন চালু রেখে দিয়েছিল সংস্থাটি। কোম্পানির একাধিক কর্মী সেই সময় থেকে এখনও কাজ করে যাচ্ছেন Honor ব্র্যান্ডে। Honor এর প্যারেন্ট কোম্পানি Huawei-ও ভারতে অনেক দিন ধরেই স্মার্টফোন বিক্রি করে না।

Next Article