দেখতে দেখতে 75তম স্বাধীনতা দিবসে (75th Independence Day) পদার্পণ করেছি আমরা। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ‘আজাদির অমৃৎ মহোৎসব’। ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনও চালু করা হয়েছে কেন্দ্রের তরফে। আর এমন এক ইতিহাসের সাক্ষী থাকতে আপনিও ভাবছেন দিনটা আরও ঐতিহাসিক কীভাবে করে রাখা যায়। বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি হোয়াটসঅ্যাপে (WhatsApp) নিকটস্থদের কাছে বার্তা পাঠানোরও চিন্তাভাবনা করছেন নিশ্চয়ই? প্রিয়বন্ধু বা অফিসের বসকে একটা স্বাধীনতার স্টিকারও পাঠাবেন বলে মনোস্থির করেছেন? কিন্তু কীভাবে স্টিকার (Stickers) পাঠাবেন, তা জানেন না? জানেন না কীভাবে স্বাধীনতা দিবসের GIF পাঠাতে হয় হোয়াটসঅ্যাপে? আসুন, সেই পদ্ধতিগুলিই জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ দিনে।
স্বাধীনতা দিবসের হোয়াটসঅ্যাপ স্টিকার কীভাবে পাঠাবেন
1) আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যান। এবার সার্চ বারে গিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে লিখে সার্চ করুন।
2) এবার আপনার পছন্দসই স্টিকার প্যাকটি বেছে নিতে হবে এবং ডাউনলোড করে সেটিকে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে হবে।
3) কাজটা ঠিক ভাবে করতে পারলেই আপনার হোয়াটসঅ্যাপের মাই স্টিকার্স ট্যাবে স্টিকার প্যাকটি চলে আসবে।
4) স্টিকার প্যাক থেকে আপনাকে স্টিকারটি বেছে নিতে হবে এবং ‘+’ চিহ্নে ক্লিক করে তা অ্যাড করতে হবে। এবার এই ব্যাপারটাই আপনাকে নিশ্চিত করতে হবে ‘অ্যাড টু হোয়াটসঅ্যাপ’ বাটনে ট্যাপ করে।
5) সব কাজ সারা। এবার আপনার বন্ধুর জন্য পছন্দসই ইন্ডিপেন্ডেন্স ডে স্টিকারটি বাছতে হবে এবং পাঠিয়ে দিতে হবে।
স্বাধীনতা দিবসের GIF হোয়াটসঅ্যাপে কীভাবে পাঠাবেন
1) হোয়াটসঅ্যাপে চলে যান এবং একটি স্বতন্ত্র বা গ্রুপ চ্যাটে ক্লিক করুন, যেখানে আপনি GIF-টি পাঠাবেন।
2) মেসেজিং বক্সে যে স্মাইলি আইকনটি দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ করুন।
3) এবার GIF অপশনে ক্লিক করুন।
4) তারপরে সার্চ আইকনে ক্লিক করে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টাইপ করুন।
5) আপনার স্মার্টফোনের স্ক্রিনে একাধিক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে GIF দেখানো হবে।
6) এবার যে GIF-টি আপনি পাঠাতে চান, তাতে ট্যাপ করে পাঠিয়ে দিন।