Airtel পেমেন্টস ব্যাঙ্ক ও Nokia-র দৌলতে এবার ফিচার ফোনে ডিজিটাল রুপি

Bharti Airtel এর এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক এবং Nokia-র ব্র্যান্ড HMD Global এবং বায়োমেট্রিক সলিউশন প্রোভাইডার IDEMIA একসঙ্গে জুটি বেঁধে মূলত সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) পেমেন্টস বা ডিজিটাল রুপির পরিধি বাড়ানোর চেষ্টা করছে।

Airtel পেমেন্টস ব্যাঙ্ক ও Nokia-র দৌলতে এবার ফিচার ফোনে ডিজিটাল রুপি
অফলাইনে ডিজিটাল রুপির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 1:00 PM

Jio সম্প্রতি কম দামের ফিচার ফোন নিয়ে এসেছে। সেই ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল UPI পেমেন্টের সুবিধা। সেই দেখাদেখি এবার Airtel কিছুটা সেরকমই পদক্ষেপ নিল। সরাসরি নিজেরা ফোন নিয়ে আসতে না পারলেও Nokia-র ফোন প্রস্তুতকারক সংস্থা HMD Global এবং IDEMIA-র সঙ্গে জুটি বেঁধে ফিচার ফোনে ডিজিটাল রুপি সক্রিয় করল। এই IDEMIA হল একটি এমনই সংস্থা, যারা সারা বিশ্বে বিভিন্ন সংস্থাকে বায়োমেট্রিক সুবিধা দিয়ে থাকে। এই উদ্যোগ মূলত তারাই নিয়েছে। Bharti Airtel এর এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক এবং Nokia-র ব্র্যান্ড HMD Globalকে তারা পাশে পেয়ে গিয়েছে এই উদ্যোগকে বাস্তবায়িত করতে। এর মধ্যে দিয়ে সংস্থাগুলি মূলত সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) পেমেন্টস বা ডিজিটাল রুপির পরিধি বাড়ানোর চেষ্টা করছে।

অফলাইনে CBDC পেমেন্ট

টেলিকম টকের একটি রিপোর্ট অনুযায়ী, IDEMIA, Airtel পেমেন্টস ব্যাঙ্ক এবং HMD Global পরবর্তী কয়েক মাস একসঙ্গে কাজ করবে অফলাইন পেমেন্ট সিস্টেমকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে। এই অফলাইন পেমেন্ট সিস্টেমেই ডিজিটাল রুপি বা CBDC ব্যবহৃত হবে, যা ইস্যু করছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তা কেবল ফিচার ফোনের জন্যই।

স্মার্টফোন যাঁদের কাছে নেই

বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে স্মার্টফোন জনপ্রিয়তা পেয়েছে ঠিকই। তবে একটা বড় অংশের কাছে এখনও স্মার্টফোন পৌঁছয়নি। যোগাযোগের জন্য তাঁদের ফিচার ফোনের উপরেই নির্ভর করে থাকতে হয়। তার থেকেও বড় কথা হল, মোবাইল নেটওয়ার্কও সব জায়গায় পৌঁছতে পারেনি। ফলে, এই ধরনের উদ্যোগের দ্বারা অফলাইনেও মানুষজন স্রেফ একটা ফিচার ফোন থেকেই টাকা পাঠাতে বা পেতে পারবেন।

অফলাইন ট্রানজ়াকশন নিরাপদ করা

IDEMIA জানিয়েছে, তাদের প্রযুক্তি অফলাইনে নিরাপদ ভাবে মানুষকে টাকা পাঠাতে দেবে। ইনস্ট্যান্ট ট্রানজ়াকশন করা সম্ভব হবে, যার জন্য কোনও ইন্টারনেট কানেকশনেরও প্রয়োজন হবে না। প্রক্রিয়াটি ভারতের ডিজিটাল রুপির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং টোকেন বা অ্যাকাউন্ট ভিত্তিক, যা সেন্ট্রাল ব্যাঙ্ক বা সফটওয়্যার ভেন্ডররা তৈরি করা হয়েছে।

এই পার্টনারশিপ আসলে IDEMIA-র CBDC প্রযুক্তি, Airtel পেমেন্ট ব্যাঙ্কের ফাইন্যান্সিয়াল সলিউশন এবং Nokia-র ফিচার ফোনগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই সমাধানটি একবার আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়ে গেলে কম দামের ফিচার ফোনগুলির সাহায্যে অফলাইনে লেনদেন করা সম্ভব হবে।

অর্থাৎ খুব সহজে বলতে গেলে, এই পরিষেবার সাহায্যে Nokia-র ফিচার ফোন থেকে Airtel পেমেন্টস ব্যাঙ্কের দ্বারা IDEMIA-র প্রযুক্তিকে কাজে লাগিয়ে সকলের জন্য ডিজিটাল রুপি অ্যাক্সেসিবল করা হবে।