iPhone 15 সিরিজ লঞ্চ হওয়ার আগেই একদম সস্তা হয়ে গেল iPhone 14, মিলছে মাত্র 14 হাজারে

iPhone 14 Offers: iPhone 14-এর দাম 79,900 টাকা, কিন্তু Flipkart-এ 67,999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ 11,001 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার, যার কারণে ফোনের দাম অনেকটাই কমে যাবে।

iPhone 15 সিরিজ লঞ্চ হওয়ার আগেই একদম সস্তা হয়ে গেল iPhone 14, মিলছে মাত্র 14 হাজারে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 5:28 PM

Apple আগামী সপ্তাহে অর্থাৎ 12 সেপ্টেম্বর তাদের iPhone 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। নতুন সিরিজ লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই বা কিছুদিন পরেই পুরনো মডেলের দাম অনেকটাই কমে যায়। তবে এবার লঞ্চের আগেই iPhone 14-এর দাম কমেছে। এটি অ্যাপলের সাথে নয়, ফ্লিপকার্টের সাথে ঘটছে। Flipkart-এ খুব কম দামে iPhone 14 কেনা যাবে। আপনি যদি লেটেস্ট আইফোন 14 কিনতে চান। তবে Flipkart Mobiles Bonanza Sale-এ কিনে নিতে পারেন। এই সেল 3 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। এই সেলে iPhone 14 অনেক কম দামে কিনে পারবেন। আপনাকে মাত্র 13,999 টাকা খরচ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক আর কী কী অফার পাবেন।

iPhone 14-এ অফার এবং ডিসকাউন্ট:

iPhone 14-এর দাম 79,900 টাকা, কিন্তু Flipkart-এ 67,999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ 11,001 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার, যার কারণে ফোনের দাম অনেকটাই কমে যাবে। অর্থাৎ আপনাকে এত বেশি টাকা খরচ করতে হবে না iPhone 14 কিনতে।

iPhone 14-এ ব্যাঙ্ক অফার:

আপনি যদি iPhone 14 কিনতে HDFC ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে আপনি 4 হাজার টাকা ছাড় পাবেন। এরপর ফোনটির দাম দাঁড়াবে 63,999 টাকা। এখানেই শেষ নয়, একটি এক্সচেঞ্জ অফারও রয়েছে। আর সেই অফারের কারণে ফোনের দাম অনেকটাই কমে যাবে।

iPhone 14-এর এক্সচেঞ্জ অফারটি কী?

iPhone 14-এ 50 হাজার টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করেন, তবে আপনি এতে ছাড় পাবেন। কিন্তু 50 হাজার টাকার ছাড় তখনই পাওয়া যাবে, যদি আপনার পুরনো ফোনের অবস্থা ভাল হয় এবং মডেলটি লেটেস্ট হয়। আপনি যদি সম্পূর্ণ ছাড় পান তবে ফোনটির দাম হবে 13,999 টাকা।